আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে সম্প্রতি আশ্চর্য ঘটনা৷ একটি সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ ঘটনাটি বরসানার শ্রী লাডলি জি মন্দিরের ভেতরে ঘটে৷ সাপের এই ভিডিওটি সম্প্রতি অনলাইনে ব্যাপকভাবে আলোড়ন তুলেছে। ক্লিপটিতে দেখা গিয়েছে যে, প্রায় চার থেকে পাঁচ ফুট লম্বা একটি সাপ মন্দির প্রাঙ্গণের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, মন্দিরের খোলা প্রাঙ্গন দিয়ে সাপটি এগিয়ে যাচ্ছে। আর দর্শকরা দূরে দাঁড়িয়ে তার গতিবিধি লক্ষ্য করছে। এহেন অবস্থায় একজন বয়স্ক ব্যক্তি একটি লম্বা কাঠের লাঠি হাতে হাজির হন প্রাঙ্গন চত্বরে। এরপর তিনি লাঠি দিয়ে সাপটিকে মন্দির থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিডিওটি অনলাইনে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে তীব্র সমালোচনার ঝড় তৈরি হয়েছে। কেউ কেউ মন্দিরে উপস্থিত বিপুল সংখ্যক ভক্তদের সুরক্ষার জন্য এই পদক্ষেপটিকে সতর্কতা হিসেবে দেখেছেন। আবার কেউ কেউ পশু নিষ্ঠুরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আরও মিলিয়েমিশিয়ে নানারকম মন্তব্য করা হয়েছে৷
আরও পড়ুনঃ ওরিও আর চকোলেট বাক্সে গোপনে কয়েক কোটি টাকার কোকেন পাচার! মুম্বাই বিমানবন্দরে হাতেনাতে পকড়াও যুবতী
হিন্দু ধর্মে সাপকে অনেক ধর্মীয় মানুষ পুজো করেন। ধর্মীয় গুরুত্বের দিকে ইঙ্গিত করে অনেক ব্যবহারকারী এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। ভারতের অনেক জায়গায় সাপকে পবিত্র বলে মনে করা হয়। এমনকি বিভিন্ন দেবদেবীর সঙ্গে যুক্ত করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন,'যে দেশে সাপের পুজা করা হয়, সেখানে একটি সাপ মন্দিরে ঢুকে পড়েছে। এরপর দেখুন কীভাবে তাকে পুজা করা হয়।'
ঘটনার প্রেক্ষিতে আরেকজন মন্তব্য করেছেন, 'তিনি পুরোহিত নন, তিনি একজন ফুল বিক্রেতা। দ্বিতীয়ত, আমাদের সংস্কৃতি আমাদের সকলের সঙ্গে ভালো আচরণ করতে শেখায়। সবাই জানে যে সাপ বিষাক্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ মন্দিরে আসেন। এই সাপ যদি কাউকে কামড়াত, তাহলে তোমরা মন্দিরের অপমান শুরু করতে।'
কেও আবার মন্তব্য করেন, 'পদক্ষেপ এড়াতে সাপটিকে ধাক্কা দেওয়া হয়েছিল'। অন্য একজন দর্শক মন্তব্য করে বললেন, 'সাপটিকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়েছে। কিন্তু এটি আবার ফিরে আসতে পারে। সেই কারণেই সাপ ধরার দলকে জানানো উচিৎ ছিল। মন্দির পরিচালনাকারীদের দায়িত্ব হল সাপটি যাতে ফিরে এসে কারও ক্ষতি না করে সেই দিকের কথা ভেবে যথাযথ ব্যবস্থা নেওয়া। জননিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ।'
খবর অনুযায়ী গত বছরের জুলাই মাসে, বিহারের জামুই জেলার বাবা গিদ্ধেশ্বরনাথ মহাদেব মন্দিরেও একই রকম ঘটনা ঘটে। মন্দির প্রাঙ্গণের কাছে একটি সাপ দেখতে পেয়ে ভক্তরা শিবের জলাভিষেক করতে সেখানে জড় হন।
