আজকাল ওয়েবডেস্ক: একনাথ শিন্ডে। হ্যাঁ না-এর জল্পনা বিকেল পর্যন্ত জিইয়ে রেখে, পরিস্থিতি যে কোনও মুহূর্তে ঘুরে যেতে পারে এই ধরনের আভাস দিয়ে সন্ধে বেলা পৌঁছে যান আজাদ ময়দানে। উপ মুখ্যমন্ত্রীর কুরসিতে বসলেন। কিন্তু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হওয়ার আগে এ কী করলেন তিনি? কয়েক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যালমিডিয়ায়। আর তা নিয়েই জোর চর্চা।

কী দেখা যাচ্ছে তাতে? দেখা যাচ্ছে একনাথ শিন্ডে যখন মঞ্চে ওঠেন শপথের জন্য, রাজ্যপাল রাধাকৃষ্ণন প্রস্তুত তাঁকে শপথ বাক্য পাঠ করাতে। ঠিক সেই মুহূর্তে শপথ বাক্য পাঠ করারা গেই, এক নাগাড়ে কএয়ক সেকেন্ড বক্তব্য রাখলেন একনাথ শিন্ডে। রাজ্যপাল শপথ বাক্য পড়ানো শুরু করছেন, এমন সময় সেসবের তোয়াক্কা না করে বালাসাহেব ঠাকরে, আনন্ত দীগন্তের প্রশস্তি করতে শুরু করেন। তাঁদের স্মরণ করে  ধন্যবাদ জানান মোদি-শাহকে। ধন্যবাদ জানান মহারাষ্ট্রের সাধারণ মানুষকেও।

কয়েক সেকেন্ড বক্তব্যের পরেই ছন্দপতন। রাজ্যপাল শিন্ডেকে থামিয়ে শপথবাক্য পাঠ করান  রাজ্যপাল। তাতেও তিনি একপ্রকার গড়গড় করেই শপথ পাঠ করেন। দীর্ঘ জল্পনার অবসানে বৃহস্পতিবার শপথ নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ফড়নবিস শপথ নেন সাড়ে ৫টা নাগাদ। তারপরেই শপথ নিতে ওঠেন একনাথ শিন্ডে।