আজকাল ওয়েবডেস্ক: রাতে কব্জি ডুবিয়ে খেয়েছিল পছন্দের বিরিয়ানি। একই রেস্তোরাঁ থেকে আনা বিরিয়ানি খেয়েছিলেন পরিবারের সকলে। পরদিন সকালে আর সাড়া পাওয়া গেল না আট বছরের নাবালকের। বাবা-মায়ের চোখের সামনে মর্মান্তিক পরিণতি তার। বিরিয়ানি খেয়ে নাবালকের মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর কোয়েম্বটুরে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কোয়েম্বটুরের শ্রবণমপট্টিতে। পুলিশ জানিয়েছে, মৃত নাবালকের নাম এস সঞ্জীব‌। দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে‌। বৃহস্পতিবার রাতে কেসিটি ইঞ্জিনিয়ারিং কলেজের বিপরীতের এক রেস্তোরাঁ থেকে বিরিয়ানি কিনে এনেছিলেন নাবালকের বাবা। রাতে সকলে মিলে একসঙ্গে বিরিয়ানি খেয়েছিলেন। রাত বারোটা পর্যন্ত পরিবারের সঙ্গে খেলাধুলা, মজাও করে সে। এরপর ঘুমাতে চলে যায়। 

 

শুক্রবার সকাল আটটা নাগাদ সঞ্জীবের বাবা তাকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখেন, কোনও সাড়াই মিলছে না তার। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেই হাসপাতাল থেকে কোয়েম্বটুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জীবকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

 

পরিবারের অভিযোগ, বিরিয়ানি খেয়ে বিষক্রিয়ার জেরে সঞ্জীবের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। নাবালকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।