আজকাল ওয়েবডেস্ক: নদীর ধারে পিকনিকে গিয়েছিলেন বন্ধুরা মিলে। সেই‌ নদীতেই ডুবে গেলেন পরপর তরুণ। মৃত্যু হল আটজনের। বাকিরা প্রথমে নিখোঁজ ছিলেন। কিছুক্ষণ তল্লাশি চালানোর পর আরও তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের টঙ্ক জেলায়। পুলিশ জানিয়েছে, ১১ জনের একটি দল বনাস নদীর তীরে পিকনিক করতে এসেছিল। সকলে মিলে দুপুরে ওই নদীতেই স্নান করতে নামেন। তীরের কাছাকাছি থাকলেও, স্নান করতে করতে অনেকেই নদীর মাঝামাঝি চলে যান। এরপরই ঘটে বিপত্তি। 

 

মাঝ নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তরুণ তলিয়ে যান। কেউ কেউ বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি। সকলের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ জানিয়েছে, আটজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

 

তিন বন্ধুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সকলের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। জয়পুর থেকে বনাস নদীর ধারে পিকনিক করতে এসেছিলেন। কীভাবে তাঁরা তলিয়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।