আজকাল ওয়েবডেস্ক: নতুন চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর পুত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL)-এর সম্পত্তি বেআইনিভাবে দখল করার অভিযোগ এনেছে। প্রায় ২০০০ কোটি টাকার সম্পত্তি মাত্র ৫০ লাখ টাকায় ইয়ং ইন্ডিয়ান নামক একটি প্রাইভেট কোম্পানির অধীনে স্থানান্তরিত হয় বলে দাবি।
চার্জশিটে জানানো হয়েছে, ইয়ং ইন্ডিয়ান-এর ৭৬% মালিকানা সোনিয়া ও রাহুলের হাতে এবং বাকি অংশ মৃত কংগ্রেস নেতা মোতিলাল ভোরা ও অস্কার ফার্নান্ডেজের নামে ছিল।
ইডি অভিযোগ করেছে, কংগ্রেস পার্টি AJL-কে যে ৯০.২১ কোটি টাকার ঋণ দিয়েছিল, সেটিকে ৯.০২ কোটি টাকার ইকুইটি শেয়ারে রূপান্তর করে তা ইয়ং ইন্ডিয়ানের নামে স্থানান্তর করা হয়। এর মাধ্যমে গান্ধী পরিবার AJL-এর মূল্যবান সম্পত্তির "লাভবান মালিক" হয়ে ওঠে।
ইডি আরও জানায়, ইয়ং ইন্ডিয়ান একটি ধারা ২৫-ভুক্ত "অ-লাভজনক" সংস্থা হলেও, তাতে কোনো সমাজসেবামূলক কাজ হয়নি।
এই মামলায় কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা ও সুমন দুবেকেও অভিযুক্ত করা হয়েছে। বিশেষ আদালত আগামী ২৫ এপ্রিল চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে সিদ্ধান্ত নেবে।
এই মামলায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।
