আজকাল ওয়েবডেস্ক : ভারতের বাজারে সাইবার প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে বিদেশের মাটিতে। অনেকদিন ধরে এই অনুমান করে আসছিল ইডি। আর এবার সেখানে শিলমোহর পাওয়া গেল। ইডি জানিয়ে দিল থাইল্যান্ড এবং হংকং থেকে এই সাইবার প্রতারণা কাজ করছে বেশ কয়েকজন। এরা ভারতের মানুষকে বোকা বানিয়ে নিজের কাজ সারছে। 

 

এখনও পর্যন্ত যা খবর মিলেছে সেখানে ১৫৯ কোটি টাকার প্রতারণা করা হয়েছে। ভারতের মানুষকে হোয়াটস্যাপ করে নানারকম লোভ দেখায় এই দল। তারপর সেই ফাঁদে পা দিলেই নিমেষে ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যায় টাকা। এই সব টাকা গিয়ে পৌছায় এই দুটি দেশে। সেখান থেকে চলে যায় প্রতারকদের হাতে। 

 

এদের একটি নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে ভারতের মাটিতে। তদন্তে নেমে ইডি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে প্রশ্ন করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। ভারতের মত জনবহুল দেশে মানুষ যে টাকা ব্যাঙ্ক রাখেন তাকে হাতিয়ে নেওয়ার এই কৌশল আটকাতে চাইছে ইডি। 

 

সামাজিক মাধ্যমে নিজের কাজ অনেকটা করে ফেলেছে এই প্রতারক দল। তবে তাদের ওয়েব ঠিকানা নিয়ে এবার তাদের ধরতে চায় ইডি।