আজকাল ওয়েবডেস্ক: রাজধানীতে আতঙ্ক। ভূমিকম্পে কাঁপল দিল্লি ও এনসিআর এলাকা। শুক্রবার রাতে কম্পন অনুভূত হয়েছে রাজধানীতে। দু'দিন আগেই কম্পন অনুভূত হয়েছিল দিল্লিতে। কম্পনের জেরে ভীতি ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
হরিয়ানার ঝাজ্জরেও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, শুক্রবার রাত ৭টা ৪৯ মিনিটে হরিয়ানার ঝাজ্জরে কম্পনের উৎসস্থল। ১০ কিমি গভীরে কম্পন অনুভূত হয়েছে।
EQ of M: 3.7, On: 11/07/2025 19:49:43 IST, Lat: 28.68 N, Long: 76.72 E, Depth: 10 Km, Location: Jhajjar, Haryana.
— National Center for Seismology (@NCS_Earthquake)
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/Msp1JNfEb9Tweet by @NCS_Earthquake
হরিয়ানার ঝাজ্জরে গতকাল কম্পন অনুভূত হয়েছিল। গতকাল বৃষ্টির মধ্যেই সকাল ৯টা ৪ মিনিট নাগাদ ১০ সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছিল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদও। এমনকী, পঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়। ২ দিনের মাথায় একই এলাকায় ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে।
গত মার্চ মাসে মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৭। দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সে দেশের মান্দালয় শহরে। মায়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও কম্পন অনুভূত হয়। থাইল্যান্ডেও কম্পনে কয়েক জনের মৃত্যু হয়।
পৃথিবীতে সাতটি টেকটোনিক প্লেট রয়েছে। এই প্লেটগুলি ক্রমাগত ঘুরতে থাকে। যখন এই প্লেটগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়, তখন প্লেটগুলি একে অপরের সঙ্গে ঘষে যায়। একটা আরেকটার উপর উঠে যায়। অথবা একটি আরেকটির থেকে দূরে সরে যায়। তখন মাটি কাঁপতে শুরু করে। একে ভূমিকম্প বলা হয়। ভূমিকম্প পরিমাপের জন্য, রিখটার স্কেল ব্যবহার করা হয়। যাকে রিখটার ম্যাগনিট্যুড স্কেল বলা হয়।
