আজকাল ওয়েবডেস্ক: ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার।  সকাল ৬টা ১০ নাগাদ ভূমিকম্পে কলকাতা সহ উপকূলীয় দক্ষিণবঙ্গের একাংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। কম্পনের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরে এবং ৯১ কিলোমিটার গভীরে।

মঙ্গলবারের পর, ফের ভূমিকম্প। বৃহস্পতিবার মধ্যরাতে কেঁপে উঠল নেপাল। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা এই মাত্রার তথ্য জানিয়েছে।
 

নেপালের সময়, বৃহস্পতিবার রাত ২টা ৫১ নাগাদ কম্পন অনুভূত হয়। নেপাল-তিব্বত সীমান্তে জোর কম্পন অনুভূত হয়। সে দেশে পূর্ব ও মধ্যাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা  গিয়েছে।

এই কম্পনের রেশ পৌঁছয় বাংলা বিহারেও। নেপালের ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে বিহারের পাটনা, এবং বাংলার শিলিগুড়িও। ভারত ও চীনের তিব্বত সীমান্ত অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতির মধ্যরাতের এই ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি। 

যদিও ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসেনি এখনও।