আজকাল ওয়েবডেস্ক: নতুন এক গবেষণায় সামনে এসেছে এক ভয় ধরানো পরিসংখ্যান। এক গবেষণায় জানা গিয়েছে, এক একটি সিগারেট পুরুষদের জীবনের ১৭ মিনিট এবং নারীদের জীবনের ২২ মিনিট আয়ু কমিয়ে দিতে পারে। এর আগেও সিগারেট খাওয়া নিয়ে এমনই এক গবেষণা চালিয়েছিলেন বিজ্ঞানীরা। সেখানে বলা হয়েছিল, সিগারেট প্রতি ১১ মিনিট আয়ু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু, লেটেস্ট রিপোর্টের তথ্য অত্যন্ত চিন্তাজনক। গবেষকরা জানাচ্ছেন, নতুন বছরে ধূমপানের অভ্যাস ছেড়ে দেওয়া উচিত সাধারণ মানুষের।

 

গবেষকদের মতে, ধূমপান মূলত জীবনের মাঝামাঝি দিকের সুস্থ সময় নষ্ট করে ফেলে। সিগারেট যা ক্ষতি করে সাধারণত দীর্ঘমেয়াদি অসুস্থতা বা অক্ষমতাও এতটা ক্ষতি করে না। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, প্রতি সিগারেট গড়ে জীবনের ২০ মিনিট কমিয়ে দেয়। অর্থাৎ ২০টি সিগারেটের একটি প্যাকেট জীবনের প্রায় সাত ঘণ্টা কমিয়ে দিতে পারে।পরিসংখ্যান বলছে, যদি কোনও ধূমপায়ী নতুন বছরের প্রথম দিনে সিগারেট খাওয়ার অভ্যাস ত্যাগ করেন তবে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে তিনি জীবনের এক সপ্তাহ পুনরুদ্ধার করতে পারবেন। বছরের শেষে প্রায় ৫০ দিনের জীবন ফিরে পাবেন তিনি।

 

তবে সম্পূর্ণ সুস্থতা ও দীর্ঘ জীবনের জন্য ধূমপানের অভ্যাস পুরোপুরি ত্যাগ করতে হবে বলেই স্পষ্ট জানিয়েছেন গবেষকরা। ধূমপান করলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও থাকে। এমনকি, কেউ যদি দিনে একটা করেও সিগারেট খান তাতেও তাঁর এই ধরনের রোগের ঝুঁকি থাকতে পারে এতটাই ক্ষতিকর এই তামাকজাত দ্রব্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, তামাক সেবন বিশ্বজুড়ে অন্যতম বড় হুমকি। প্রতিবছর এটি ৮০ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। যার মধ্যে ১৩ লক্ষ মানুষ পরোক্ষ ভাবে ধূমপানের শিকার।