আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিককালে বারবার, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ। বসের বিরুদ্ধে। ম্যানেজার, উর্দ্ধতন কর্তৃপক্ষ, বুঝতেই চাইছেন না কর্মীদের কথা। অভিযোগ তেমনটাই। দেশে-বিদেশে একই অভিযোগ। বাইরের দেশে সংস্থার অতিরিক্ত চাপে কর্মীর মৃত্যুও ঘটেছে বলে অভিযোগ। এবার ম্যানেজারের সঙ্গে তর্কে যা উত্তর দিকেলন কর্মী, তাজ্জব বস।

সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার করেছেন একজন। তাতে লিখেছেন তাঁর জুনিয়র সহকর্মীর কথা। ওই কর্মী দিল্লির প্রবল বর্ষণে অফিসে যেতে পারছিলেন না কিছুতেই। উপায় না পেয়ে যোগাযোগ করেন ম্যানেজারের সঙ্গে। বাড়ি থেকে কাজ করার অনুমতি চান।

তবে বহুবার বলেও লাভ হয়নি। অনুমতি দেননি ম্যানেজার। উলটে বলেন, প্রয়োজনে বেশি টাকা দিয়ে অ্যাপ ক্যাব বুক করে অফিসে যেতে। যেভাবেই হোক পৌঁছতে। তর্ক-বিতর্কের এই পর্যায়ে গিয়ে, উত্তর দেন কর্মীও। সাফ জানিয়ে দেন, তিনি হিসেব করে দেখেছেন, সংস্থা তাঁকে দৈনন্দিন হিসেবে যে টাকা বেতন দেয়, বৃষ্টিতে ক্যাব ভাড়া চাইছে তার থেকে বেশি। তাই তিনি অফিসে যেতে পারবেন না।  তারপরে আর ম্যানেজার উত্তর দিতে পারেননি, বলেন একেবারে পরের দিনেই অফিসে যেতে। সোশ্যাল মিডিয়ায় তেমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি।

অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা সেখানে লিখেছেন। কেউ বলছেন এরকম বিরক্তিকর অফিসের পরিস্থিতিতে রয়েছেন তাঁরাও। একজন ম্যানেজার আবার লিখেছেন, কর্মীদের এই ধরনের তর্ক-বিতর্ক তিনি বেশ উপভোগ করেন।