আজকাল ওয়েবডেস্ক: ঘুমের মধ্যেই সব শেষ! ঘুমন্ত অবস্থায় উনুনে উল্টে পড়েছিলেন মত্ত যুবক। অগ্নিদগ্ধ হয়ে ঘুমের মধ্যেই মৃত্যু হল তাঁর। যদিও এই ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছে পরিবার। যা ঘিরে ধোঁয়াশায় পুলিশও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সি তরুণী মত্ত অবস্থায় ছিলেন। বাড়িতে ঘুমের মধ্যে জ্বলন্ত উনুনে পড়ে যান। ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই তরুণের।
পুলিশ আরও জানিয়েছে, দেহের একভাগ বিছানাতেই ছিল। সামনের অংশটুকু ওই উনুন পড়েছিল। তরুণের মাথার একদিক পুরোপুরি পুড়ে গেছে। তরুণের নাম, মঞ্জুর আলম। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ছিলেন। মালিবু শহরে ডেলিভারি বয়ের কাজ করতেন।
ঘটনাটি একনজরে দেখে দুর্ঘটনা বলেই অনুমান পুলিশের। কিন্তু মৃত তরুণের পরিবারের দাবি, তাঁর অনেক ধারদেনা ছিল। রিয়াজুল নামের এক তরুণ জানিয়েছেন, গত চার বছর ধরে মঞ্জুর এই এলাকায় থাকতেন। মঙ্গলবার সকালে ডিনারের পর তিনি ঘুমাতে চলে যান। কিন্তু মঞ্জুর আরও দুই তরুণের সঙ্গে মদ্যপান করছিলেন। রাতে মঞ্জুরের সঙ্গে আরও এক তরুণ ওই ঘরেই ঘুমিয়েছিলেন।
ভোরবেলায় সকলকে খবর দেন, উনুনে উল্টে পড়ে মঞ্জুরের মৃত্যু হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
নভেম্বরের শেষেই এমন আরেকটি অগ্নিকাণ্ড ঘটেছিল। গভীর রাতে দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি। ঘুমের মধ্যেই শেষ একের পর এক প্রাণ। পুরোপুরি ঝলসে গেছেন একাধিক বাসিন্দা। যাদের শনাক্ত করা যাচ্ছে না। দিল্লিতে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মৃত্যু হল চারজনের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায়। দমকল সূত্রে জানা গেছে, পাঁচতলা ওই বাড়িটির এক জুতোর দোকান থেকে আগুন ছড়িয়েছে। সেখানেই অগ্নিকাণ্ডের জেরে চারজনের মৃত্যু হয়েছে। আরও দু'জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দু'টি দেহ এখনও পর্যন্ত শনাক্ত করা গেছে। দুটিই ৩৮ বছরের এক মহিলা ও পুরুষের। বাকি দেহ দু'টি পুরোপুরি অগ্নিদগ্ধ হয়ে গেছে। শনাক্ত করাও যায়নি। গভীর রাতেই ওই বাড়িটির একতলায় আগুন লেগেছে বলে খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেই তারা দেখে, গোটা বাড়িটিই দাউদাউ করে জ্বলছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই পাঁচতলা বাড়ির একতলায় ছিল জুতোর দোকান। সেখানেই প্রথমে আগুন লাগে। ক্রমেই সেই আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। বাকি দু'জনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষা শুরু করেছে ফরেন্সিক টিম। কী কারণে অগ্নিকাণ্ডটি ঘটেছে, তা এখনও জানা যায়নি।
