আজকাল ওয়েবডেস্ক: ৮৩১ কোটি টাকার বিপুল মাদক উদ্ধার করা হল। গুজরাটের এটিএস গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায়। মহারাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে আচমকা হানা দিয়ে এই বিপুল পরিমান মাদক উদ্ধার হয়েছে। পাশাপাশি একটি ওষুধ তৈরির কারখানায় হানা দিয়ে সেখান থেকে ৩১ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে এটিএস।


জানা গিয়েছে এই কারখানাগুলিতে বহুদিন থেকেই এই মাদক পাচার করা হত। উদ্ধার হওয়ার মাদকের পরিমান প্রায় ৮০০ কিলোগ্রাম। আন্তর্জাতিক বাজারে এর দাম ৮০০ কোটি টাকা। এটিএসের পক্ষ থেকে বলা হয়েছে আটমাস আগে দুজনকে মাদক সহ গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদেরকে জেরা করেই এই বিরাট মাদকের কারবারের সন্ধান পায় এটিএস। এখান থেকেই মূলত বিভিন্ন এলাকায় মাদকের রমরমা বাজার চলত।

তবে এখান থেকে এই বিপুল পরিমান মাদক উদ্ধারের ফলে গোটা দলটিকে সহজেই লোকেশন করা যাবে। ১৮ জুলাই এটিএসের বিশেষ অভিযানে ৫১ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছিল। তখন থেকেই বাড়তি সতর্ক ছিল এটিএস। এরপর এই পরিমান মাদক উদ্ধারকে অনেক বড় সফলতা বলেই মনে করছে এটিএসের কর্তারা।