আজকাল ওয়েবডেস্কঃ রাজস্থানে সম্প্রতি মাদক চক্রান্তে ধরা পড়লেন এক ব্যক্তি।  'মাদক সম্রাট' নামেই খ্যাতি তাঁর। নরেলার সিংহু সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ব্যক্তির নাম ধরমবীর। ওরফে পাল্লা। 'মাদক সম্রাট'-কে দিল্লি এবং রাজস্থান উভয় জায়গাতেই পুলিশ খুঁজছিল। গত সোমবার অপরাধ শাখার একটি দল গোপন তথ্য পায় যে ধরমবীর নরেলার সিংহু সীমান্তে আসবে। তৎক্ষণাৎ তাঁকে পাকড়াওয়ের ফাঁদ পাতে পুলিশ৷ অবশেষে গ্রেপ্তার হয় ধরমবীর। সূত্রে জানা গিয়েছে ধরমবীরের গ্রেপ্তারের জন্য ₹১০,০০০ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ৫৬৭ কেজি গাঁজা উদ্ধারের একটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। এর আগেও বেশ কয়েকটি অপরাধমূলক মামলায় জড়িয়ে ছিলেন। 

রাজস্থান পুলিশ লালসোট-কোটা মেগা হাইওয়ের রাওয়াঞ্জনা চৌরাহার চেকপয়েন্ট থেকে একটি গাঁজা ভর্তি ট্রাক ধরে৷ প্রায় ৫৬৭ কেজি গাঁজা (গাঞ্জা) পাওয়া যায়। বাজারে এর মূল্য আনুমানিক ₹৫৬ লক্ষ। ট্রাক চালক সহ পাঁচজনকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদের সময় ধরমবীরের নাম প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে। ধরমবীর ১৯৭৫ সালে দিল্লির ইন্দরপুরীতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ধরমবীরও পারিবারিক ব্যবসায় অংশ নিতেন।

পুলিশ জানিয়েছে, তাঁর বিস্তৃত নেটওয়ার্কের কারণে, অন্যান্য চোরাকারবারীদের মধ্যে 'মাদক সম্রাট' হিসেবে পরিচিত হয়ে ওঠেন ধরমবীর। দক্ষিণ ভারত থেকে দিল্লিতে চোরাচালানকারী এই অভিযুক্তকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে বলে তারা জানিয়েছে৷