আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে প্যান কার্ড একটি অতি দরকারি কার্ড। এখানে আপনার নাম, জন্ম তারিখ এবং একটি ১০ ডিজিটের নম্বর থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আইটিআর, প্যান কার্ড লাগবে সর্বত্র। করদাতাদের ক্ষেত্রেও এটি একটি অতি দরকারি কার্ড। কিন্তু জানেন কী কতদিন পর্যন্ত বৈধ থাকে আপনার প্যান কার্ড।
বেশিরভাগ মানুষের কাছেই এর উত্তর জানা নেই। প্যান কার্ডের কোনও শেষ সময় বলে থাকে না। মানে হল একবার প্যান কার্ড করা হয়ে গেলে সারা জীবনের জন্য সেটি জ্যান্ত থাকে। তাই নিজের প্যান কার্ড করার পর আপনার আর চিন্তা করার কিছুই নেই। যদি প্যান কার্ড হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তবেই নতুন করে প্যান কার্ড করতে হবে। কারণ আপনি একটির বেশি প্যান কার্ড রাখতে পারবেন না। আয়কর বিভাগের নিয়ম অনুসারে একজন ব্যক্তির একটি প্যান কার্ড থাকতে পারে।
যদি একের বেশি প্যান কার্ড থাকে তাহলে তা অবৈধ বলে গন্য হয়। তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে ১০ হাজার টাকা জরিমানা থেকে শুরু করে ৬ মাসের জেল সবই হতে পারে। যদি আপনার কাছে দুটি প্যান কার্ড থাকে তবে একটিকে আপনি জমা দিতে হবে। কীভাবে নিজের প্যান কার্ড জমা দেবেন। এটি অনলাইন বা অফলাইনে করা যেতে পারে। এক্ষেত্রে তিনি এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। তাই প্যান কার্ড নিয়ে চিন্তা দূর করুন। আপনার প্যান কার্ড আপনার সারাজীবনের সঙ্গী।
