আজকাল ওয়েবডেস্ক: অনেকেরই ধারণা, রেলের কর্মী হলেই বিনামূল্যে দূরপাল্লার, লোকাল ট্রেনে যাতায়াত করার সুবিধা পাওয়া যায়। এমনকী রেল কর্মীদের পরিবারের সদস্যরাও বিনামূল্যে ট্রেনে যাত্রা করার সুযোগ, সুবিধা ভোগ করেন। কিন্তু বাস্তবটা আলাদা।
ভারতীয় রেলের তরফে কর্মীদের ও আধিকারিকদের ট্রেনে যাতায়াত করার জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। প্রত্যেকেই বিশেষ পাস পান রেলের তরফে। তবে এক একটি ক্ষেত্রে নানা ধরনের নিয়ম রয়েছে। রেলের তরফে যে পাস দেওয়া হয়, তার জেরে রেলের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা বিনামূল্যে দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে পারেন। তবে রয়েছে শর্তাবলী।
যেমন, ওই পাস একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সচল। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনে যাতায়াত করলে, ওই পাস দেখালে আর টিকিটের খরচ লাগবে না। কিন্তু অনেক ক্ষেত্রেই আবার কর্মীদের টিকিট কেটেই ট্রেনে যাত্রা করতে হয়। পাশাপাশি কিছু নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে ট্রেনের পাস দেওয়া হয় না। সবমিলিয়ে বিনামূল্যে দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সুবিধা থাকলেও, তা অল্প কিছু সময়ের ব্যবধানে প্রযোজ্য।
আরও পড়ুন: মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩০০ ছাড়িয়েছে, জলে ভাসছে ঘর-বাড়ি, বন্যায় জেরবার পাকিস্তান
কর্মজীবনে পাঁচ বছর অতিক্রম করলে:
এক অবসরপ্রাপ্ত রেল আধিকারিক জানিয়েছেন, রেলের তরফে ট্রেনে যাতায়াত করার যে পাস বা পি টি ও দেওয়া হয়, তার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন, পাঁচ বছর ভারতীয় রেলে একটানা কাজ করতে হবে। ভারতীয় রেলের অধীনে কর্মজীবনে পাঁচ বছর অতিক্রম করলে, তবেই পাস দেওয়া হয়। বছরে তিনটি সেট ফ্রি রেল পাস এবং চারটি সেট পি টি ও পাওয়া যায়।
রেলের অধীনে পাঁচ বছর কাজ করার পর, কর্মীরা প্রথমে এক সেট ফ্রি রেল পাস পান। রেলের আধিকারিকদের জন্য নিয়ম আবার আলাদা। রেলের পাস থাকলে কর্মী ও তাঁদের গোটা পরিবারের সদস্যরা বিনামূল্যে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে পারবেন। কিন্তু পি টি ও থাকলে, ট্রেন যাত্রার ভাড়ার তিন ভাগের এক ভাগ দিতে হয় কর্মীদের।
ফ্রি রেল পাস থাকলে, স্বামী বা স্ত্রী, সন্তানদের নিয়ে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন কর্মীরা। এমনকী অভিভাবকদের নিয়েও যাত্রা করা যায়। তবে পাস ও পি টি ও -র মেয়াদ ফুরিয়ে গেলে আর কোনও সুবিধা পান না রেলের কর্মী ও আধিকারিকরা।
ওই রেল আধিকারিক আরও জানিয়েছেন, বছরে তিনটি ফ্রি রেল পাস ও চারটি পি টি ও-র মেয়াদ ফুরিয়ে গেলে, বিনামূল্যে আর যাত্রা করতে পারেন না রেলের কর্মীরা। তখন সাধারণ যাত্রীদের মতোই টিকিট কেটে ট্রেনে যাত্রা করতে হয় তাঁদের। একবছরের মধ্যে পাস ও এই বিশেষ টিকিটের মেয়াদ ফুরিয়ে যায়।
পরের বছর আবারও ফ্রি পাস ও পি টি ও-র জন্য আবেদন করতে হয়। রেল কর্মীদের রেলের আইডেন্টিটি কার্ড, সার্ভিস সার্টিফিকেট, এবং আরও কিছু প্রয়োজনীয় নথি জমা দিয়ে পাস ও পি টি ও-র জন্য আবেদন করতে হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে যাতায়াতের বিষয়টিও উল্লেখ করতে হয়। তবেই বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান কর্মীরা।
