আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এত ঠান্ডা! হাড়কাঁপানো ঠান্ডায় দিল্লির সাধারণ মানুষের রীতিমতো জবুথবু দশা। বুধবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা হু-হু করে নামল। ২৪ ঘণ্টার মধ্যে একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা কমল প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডার আমেজ আরও কিছুদিন দিল্লিতে স্থায়ী হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

মৌসম ভবন সূত্রে খবর, বুধবার রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। ১৪ বছর পর ডিসেম্বরের শুরুতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। মঙ্গলবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের মধ্যে তাপমাত্রা নামল প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। পরিসংখ্যান বলছে, ১৯৮৭ সালে ৬ ডিসেম্বর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.১ ডিগ্রি সেলসিয়াস। 

বুধবার থেকে দিল্লিতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দিল্লিতে শৈত্যপ্রবাহ জারি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরতেই দিল্লিতে নিম্নমুখী তাপমাত্রার পারদ। 

২০২৩ ও ২০২২ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে শৈত্যপ্রবাহ হয়নি। ২০২০ সালের নভেম্বর মাসে শৈত্যপ্রবাহের সাক্ষী ছিল দিল্লি। ফের চলতি বছরে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হল দিল্লিতে।