আজকাল ওয়েবডেস্ক: বাবার জন্য কাজের আবেদন করলেন এক মহিলা। শুনে অবাক হলেও এটাই ঘটেছে বাস্তবে। দিল্লির এক মহিলা তাঁর 'লিঙ্কডইন' অ্যাকাউন্টে বাবার কাজের জন্য একটি বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে উল্লেখ করেছেন, চার বছর ধরে রঙয়ের দোকানে কাজ করেছেন তাঁর বাবা। শুধু কাজ করেছেন এমনই নয়, কর্মক্ষেত্রে প্রচুর সমর্থন এবং ভালবাসাও কুড়িয়েছেন। ওই মহিলা জানিয়েছেন, তাঁর বাবা একজন পরিশ্রমী, কাজের প্রতি অনুগত, সহানুভূতিশীল মানুষ।
ওই মহিলা তাঁর সেই পোস্টে উল্লেখ করেছেন, লোকে নিজের জন্য 'লিঙ্কডইন' ব্যবহার করেন সাধারণভাবে। কিন্তু যেহেতু তাঁর বাবা কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না সেহেতু তিনিই বাবার হয়ে এই কাজ খোঁজার বিজ্ঞাপন দিয়েছিলেন। এরপর তিনি জানান, এই কাজে তাঁর ৩০ থেকে ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে।
বাবার চাকরির বিজ্ঞাপন দিতে গিয়ে তিনি বলেছেন, তাঁর বাবা অত্যন্ত মৃদুভাষী। সংস্থাগুলি বরাবর তাঁর বাবাকে যথেষ্ট সম্মান দিয়েছে। কিন্তু গত কয়েকবছর ধরে আর্থিক সমস্যার কারণে বর্তমানে যেই সংস্থায় কাজ করছেন তারা পর্যাপ্ত টাকা দিতে অক্ষম। তারপরেও তিনি অতিরিক্ত সময় কাজ করে চলেছেন। কিন্তু তিনি জানিয়েছেন, তাঁর নিজের সংসার চালানোর জন্য টাকা প্রয়োজন। তাই পুরনো সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন ওই ভদ্রলোক। তাঁর বাবা সেরা কর্মী তাই যে কোনও সংস্থা তাঁকে নিয়োগ করতে পারে। তাই বাবার হয়ে চাকরির খোঁজ করতে নেমেছেন মেয়ে।
