আজকাল ওয়েবডেস্ক: একটানা ভারী বৃষ্টি। তার জেরে সাধারণ মানুষের চরম ভোগান্তির দৃশ্য এবার প্রকাশ্যে। রাজধানী দিল্লির রাস্তায় নাকি রীতিমতো কোমর সমান জল জমেছে। এই পরিস্থিতিতে কেউ কেউ সাঁতার কাটতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ আবার নৌকা চালিয়ে এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে দিল্লি ও সংলগ্ন একটানা ভারী বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির জেরেই রাজধানীর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষত, দিল্লি- মিরাট এক্সপ্রেসওয়ের আশেপাশে এলাকায় কোমর সমান জল জমেছে। সেই এলাকাতেই এক যুবককে সাঁতার কাটতে দেখা গিয়েছে। 

অন্যদিকে দিল্লির ওয়েস্ট বিনোদ এলাকাতেও জল জমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ওই এলাকায় এক মহিলাকে নৌকা চালিয়ে বাড়ি পৌঁছতে দেখা গিয়েছে। যে ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভারদ্বাজ। 

আরও পড়ুন: ফের সেই বালেশ্বর, এবার ধর্ষণের শিকার এক নাবালিকা, বিজেপি শাসিত রাজ্যে মেয়েদের পরিণতিতে শিউরে উঠছেন সকলে

গত কয়েক বছরে জল যন্ত্রণার ছবি শেয়ার করে আপ সরকারকে কটাক্ষ করতেন বিজেপির নেতারা। এবার পাল্টা দিলেন আমি আদমি পার্টির নেতারা‌। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও বিজেপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন আম আদমি পার্টির নেতারা। ২৭ বছর দিল্লির মসনদ ফের বিজেপির দখলে। চলতি মাসের শুরুতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছিলেন, দিল্লিতে এবছর কোথাও জল জমেনি। প্রতি বছর বর্ষায় সবচেয়ে বেশি ভোগান্তি হয় মিন্টো রোড ব্রিজ এলাকায়। তবে এবছর সেখানেও জল জমেনি। ২০২০ সালে এই এলাকাতেই জলমগ্ন রাস্তায় গাড়ির মধ্যে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। 

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার এহেন দাবির পরেই, বুধবার পাল্টা সরব হয়েছেন আম আদমি পার্টির নেতারা। জলমগ্ন দিল্লির ভোগান্তির দৃশ্য তুলে ধরেই বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। রাজনীতিকদের কটাক্ষের মাঝেই দিল্লির সরকার জানিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। নিকাশি ব্যবস্থার উন্নতির জন্যেও পুরোদমে চলছে কাজ। 

এদিকে মৌসম ভবন জানিয়েছে, আজ ভোর থেকে সফদরজং, প্রগতি ময়দান, জনকপুরী, পুসা, নজফগড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গোটা দিল্লিতেই জারি রয়েছে ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা। বিশেষত আজ দিনভর উত্তর পশ্চিম দিল্লি ও দক্ষিণ পশ্চিম দিল্লিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।‌ পাশাপাশি দক্ষিণ দিল্লি ও উত্তর পূর্ব দিল্লিতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।


আজ ভারী বৃষ্টির জেরে দক্ষিণ দিল্লি, দক্ষিণ পূর্ব দিল্লি, উত্তর দিল্লি, আইটিও, সাউথ এক্সটেনশন, মেহরাউলি- গুরুগ্রাম সড়ক, নেহরু প্লেস, কৈলাস রোড, কলোনি রোড এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই এলাকায় দীর্ঘ যানজটের পরিস্থিতিও তৈরি হয়েছে। টানা বৃষ্টির জেরে দিল্লির তাপমাত্রার বিরাট পরিবর্তন হয়েছে‌। বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবারেও দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে আরও জল জমতে পারে। বৃহস্পতিবারেও ভোগান্তি থেকে রেহাই মিলবে না দিল্লিবাসীর।