আজকাল ওয়েবডেস্ক: দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF) এক বড় সাফল্য। আফগানিস্তান, পাকিস্তান, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, মেওয়াট ও দিল্লি-এনসিআর জুড়ে বিস্তৃত এক বিশাল মাদক চক্রকে ধরাশায়ী করেছে।
‘অপারেশন ক্লিন সুইপ’ নামের এই অভিযানে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন চাঞ্চল্যকর স্বীকারোক্তি করে জানান, তিনি অনলাইন গেম PUBG ব্যবহার করে হেরোইন সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করতেন।
এই অভিযানে ১৬৬৭ গ্রাম আফগান উচ্চমানের হেরোইন, ১৩০ গ্রাম রাসায়নিক পদার্থ, বেশ কিছু ডিজিটাল প্রমাণ এবং নগদ অর্থ উদ্ধার হয়েছে। ১০ কোটি টাকার ওপরে পাঁচটি সম্পত্তির সন্ধানও পেয়েছে পুলিশ, যা আর্থিক তদন্তের আওতায় আনা হয়েছে।
এই চক্রের মূল হোতারা জম্মুর ফাহিম ফারুক, দিল্লির শাজিয়া পীর, পাঞ্জাবের হ্যারি ও তরণতারণ-অমৃতসর অঞ্চলের একাধিক অপরাধী। পুলিশের অভিযানে PUBG গেম ব্যবহার করে মাদক যোগান দেওয়ার মতো অভূতপূর্ব তথ্য উঠে এসেছে, যা মাদকের পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক পাচারের দিকেও ইঙ্গিত করছে।
দিল্লি পুলিশের এই সাফল্য আন্তর্জাতিক মাদক চক্র ভাঙনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
