আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে বাড়ছে দূষণ, তাই দীপাবলীতে ফাটানো যাবে না বাজি এমনই নির্দেশিকা জারি করল দিল্লি সরকার। সমস্তরকম বাজি তৈরিতেও থাকছে নিষেধাজ্ঞা। শুধু দীপাবলী নয়, আগামী বছরের ইংরেজি নববর্ষ পর্যন্ত জারি থাকবে এই নিয়ম।
দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি জানিয়েছে, উৎসবের মরশুমের আগে ভারতের রাজধানীর বায়ুতে যে পরিমাণ দূষণের মাত্রা ছিল, তা কয়েকগুণ বেড়ে গিয়েছে। চারদিকে কুয়াশায় মুড়ে গিয়েছিল। সবচেয়ে বেড়েছিল দশেরার পরের দিন। প্রথা অনুযায়ী, দশেরাতে রাবণের কুশপুতুল পুড়িয়ে বিজয়ের সূচনা করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এতেই বেড়ে যায় দূষণ। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর অনুযায়ী বায়ুর গুণমান ২২৮ এ, যা স্বাভাবিকের তুলনায় অত্যধিক বেশি। এই মাত্রাতিরিক্ত দূষণের ফলে স্বাস্থ্য সমস্যা হতে পারে। হতে পারে শ্বাসকষ্টও। এমনকী ত্বক এবং চোখে জ্বালাভাব দেখা দিতে পারে। এছাড়াও হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্ষমতা হ্রাস, এমফিসিমা, ক্যান্সারের সম্ভাবনা বাড়তে পারে।
এ বছর দীপাবলী পড়েছে ৩১ অক্টোবর। তখনও ওই এলাকায় হালকা শীত পড়ে যাবে। তাতে যাতে আরও পরিবেশের ক্ষতি না হয় তাই পটকা, আতশবাজি সহ সব বাজিতেই জারি নিষেধাজ্ঞা।
