আজকাল ওয়েবডেস্ক: তীব্র বায়ুদূষণের কবলে পড়ে কার্যত দমবন্ধ অবস্থায় দিন কাটাতে হচ্ছে দিল্লিকে। একে তো হাড়কাঁপানো ঠান্ডা, তার ওপর বেড়েই চলেছে বায়ুদূষণ।

রবিবার শহরের গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রেকর্ড করা হয় ৩৯১। বায়ুর মান ৩০০ থেকে ৪০০-র মধ্যে থাকলে তা ‘অতি খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে।

জানা গিয়েছে, রাজধানীর একাধিক এলাকায় ঘন ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। অক্ষরধাম এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। সেখানে বর্তমানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৪৫। যা ‘ভয়াবহ’ হিসেবে চিহ্নিত।

একই ছবি দেখা গিয়েছে ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকাতেও। যেখানে বায়ুর গুণগত মান ৩৭৮ যা ‘অতি খারাপ’ স্তরের মধ্যে পড়ে। দূষণপ্রবণ অঞ্চল আনন্দ বিহারে আবারও এয়ার কোয়ালিটি ইনডেক্স বেড়ে দাঁড়ায় ৪৪৫-এ, অর্থাৎ ‘ভয়াবহ’ পর্যায়ে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, দিল্লির একাধিক পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা উদ্বেগজনক ছিল। আনন্দ বিহারে ৪৪৫, আইটিওতে ৪০৩, ওয়াজিরপুরে ৪৩৩, রোহিণীতে ৪২৪ এবং পাটপাড়গঞ্জে ৪২৪ রেকর্ড করা হয়েছে বায়ুর গুণগত মান।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোটা রাজধানী জুড়েই বাতাসের মান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বাতাসের মান ‘ভাল’ (০–৫০), ‘সন্তোষজনক’ (৫১–১০০), ‘মাঝারি’ (১০১–২০০), ‘খারাপ’ (২০১–৩০০), ‘অতি খারাপ’ (৩০১–৪০০) এবং ‘ভয়াবহ’ (৪০১–৫০০)।

উল্লেখযোগ্যভাবে, গত ২৭ ডিসেম্বরও দিল্লির অধিকাংশ এলাকায় বায়ুদূষণ ‘অতি খারাপ’ থেকে ‘ভয়াবহ’ স্তরেই ছিল। আবহাওয়ার পরিস্থিতিও দূষণ বাড়িয়ে দিয়েছে। শনিবার সকাল ৭টায় দিল্লির তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার সকালেও রাজধানী জুড়ে ঘন কুয়াশা দেখা গিয়েছে। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকলেও, এই সময়ের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। শুধু দিল্লিই নয়, সংলগ্ন এনসিআরের অবস্থাও উদ্বেগজনক। গাজিয়াবাদে ইন্দিরাপুরমে বাতাসের মান ছিল ৩৯৪ এবং বসুন্ধরায় ৪২৯।

নয়ডার সেক্টর ১২৫-এ এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ৪১৪ এবং সেক্টর ১-এ ৪৪৩। গুরগাঁও সেক্টর ৫১ এলাকায় বাতাসের মান ছিল ৩৫৫, বিকাশ সদনে তা গিয়ে দাঁড়ায় ৩০৪। সব মিলিয়ে গোটা এনসিআর জুড়েই বায়ুদূষণের ভয়াবহ ছবি স্পষ্ট।