আজকাল ওয়েবডেস্কঃ দিল্লি মেট্রো থেকে জোর করে টেনে তোলা হল এক যুবককে। ভিডিওটি দেখামাত্রই চটেছেন নেটিজেনরা।
দিল্লি মেট্রোতে ঘটা নানা ঘটনা প্রায়ই সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। এবার ফের রাজধানীর মেট্রোতে ঘটা আরও এক অদ্ভুত ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল গিয়েছে। যার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক মেট্রোতে নিজের সিটে বসেছিলেন। তখনই এক মহিলা তাঁকে সিট ছাড়তে বলেন। ওই ব্যক্তি মহিলার আবদার মেনে না নিলে, আশেপাশের সবাই তাঁকে সিট ছাড়তে হবে বলে জোর করেন। রীতিমতো টেনে তোলার চেষ্টা করা হয় ওই ব্যক্তিকে। এরপর ইচ্ছে না থাকা সত্বেও ওই ব্যক্তি তাঁর সিট ছেড়ে দেন। সেই সময় তিনি বলেন, পরবর্তী স্টেশনেই তিনি নেমে যাবেন। তাঁর এই কথাকে ভ্রুক্ষেপ করেনি কেউই বরং এক মহিলা ওই ব্যক্তিকে ভাইরাল করে দেওয়ার হুশিয়ারিও দেন।
ইতিমধ্যেই দিল্লি মেট্রোর এই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই তা আলোচনার বিষয় হয়ে উঠেছে। কমেন্টে এক ব্যক্তি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, বেঙ্গালুরু বা পুনেতে এমন ঘটনার নজির নেই । আরও এক ব্যক্তিকে এই আচরণের কড়া সমালোচনা করেছেন।
