আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে জমজমাট মহাকুম্ভ। লাখ লাখ মানুষ সারছেন পূর্ণস্নান। সেই কুম্ভের মহাযজ্ঞে যেতে মরিয়া দিল্লির যুবক অরবিন্দ আলিয়া ভোলা। কিন্তু, কুম্ভে যাওয়ার খরচ জোগাতে এই ভোলা যা করলেন তা তাজ্জাব করে দেবে। তবে, খরচ জোগাড় হলেও শেষপর্যন্ত আর কুম্ভে য়াওয়া হয়নি এই যুবকের! তাহলে গেলেন কোথায়?
অভিযোগ, দিল্লির বাসিন্দা অরবিন্দ আলিয়া ভোলা গত ১৭ জানুয়ারি ডাবরির রাজপুরির তিনটি বাড়ি থেকে দামি জিনিসপত্র এবং গয়না চুরি করেছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জেরায় ভোলা জানিয়েছে, বন্ধুদের নিয়ে এ বছর তিনি মহাপূণ্য স্থান কুম্ভমেলায় যেতে আগ্রহী ছিলেন। কিন্তু তাঁর কাছে প্রয়াগরাজে যাওয়ার মত অর্থ ছিল না। সে কারণে চুরি করেছে সে। জেরায় পুলিশকে ভোলা জানিয়েছেন যে, তার বাবা একজন শ্রমিক,মা পরিচারিকার কাজ করেন। তারা সাত ভাইবোন, ফলে তাদের পক্ষে এই ধরনের ঘোরাঘুরির পরিকল্পনা আসলে বিলাসীতা।
তবে, অরবিন্দ আলিয়া ভোলা এই প্রথমবার চুরি করেননি। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ১৬টি মামলা রয়েছে। ২০২০ সালে প্রথমবারের মত তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের দাবি, দরিদ্র হলেও মাদক সেবনের জন্যই ভোলা চুরি করে থাকে।
