আজকাল ওয়েবডেস্ক: টাকা নিয়ে তীব্র ঝগড়া। আর এই ঝগড়ার জেরে মা’‌কে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ছেলেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব দিল্লির দয়ালপুরে। অভিযুক্তর নাম সোনু। 

 

পুলিশ তদন্তে জানা গেছে, শুক্রবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৬৫ বছরের মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, পেশায় গাড়ি চালক সোনু আপাতত বেকার এবং মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই তাঁর মায়ের সঙ্গে ঝগড়া হত। শুক্রবার রাতেও মা–ছেলের ঝগড়া শুরু হয়। রাগের বশে আচমকাই সোনু মাকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টা পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।