আজকাল ওয়েবডেস্ক: দিল্লির চিত্তরঞ্জন পার্কে মাছ বাজারকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি কালী মন্দিরের পাশে মাছ বিক্রির বিরুদ্ধে আপত্তি জানাচ্ছেন এবং বলছেন এটি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

এক ভিডিওতে একজন ব্যক্তি বলেন, "সনাতনে বলা হয়েছে কাউকে আঘাত করা যাবে না। মন্দিরের পাশে মাছ-মাংস বিক্রি সঠিক নয়।" অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাছ বাজার এবং কালী মন্দির দুটোই বহু দশক ধরে একসাথে রয়েছে। মাছ খাওয়া এবং মাংস নিবেদন করা বহু হিন্দু সম্প্রদায়ের ধর্মাচরণের অংশ, বিশেষত পূর্ব ভারতে শাক্ত উপাসনার প্রথায় এটি প্রচলিত। 

 

 

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি এক্স-এ পোস্ট করে বিজেপি'র বিরুদ্ধে বাঙালিদের আতঙ্ক দেখানোর অভিযোগ তোলেন। দিল্লির প্রাক্তন মন্ত্রী এবং আপ নেতা সওরভ ভরদ্বাজ বলেন, মাছ বাজারটি ডিডিএ অনুমোদিত এবং তা অবৈধ নয়।

বিজেপি নেতারা পাল্টা দাবি করে বলেছেন, ভিডিওটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। দিল্লি বিজেপি সভাপতি বিবৃতি দিয়ে জানান, "মাছ ব্যবসায়ীরা সবসময় মন্দিরের পবিত্রতা রক্ষা করে চলেছেন।"

এই ঘটনার জেরে চিত্তরঞ্জন পার্কের শান্তিপূর্ণ পরিবেশে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।

?ref_src=twsrc%5Etfw">April 8, 2025