আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের বাহরাইচে শতাব্দীপ্রাচীন জেঠ মেলা বন্ধের সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। সাইয়দ সালার মসউদ গাজীর দরগায় আয়োজিত এই মেলা ঘিরে মুসলিম ও হিন্দু উভয়ের অংশগ্রহণে এক সান্ধ্য সংস্কৃতি গড়ে উঠেছে। তবে এবার প্রশাসনের অনুমতি না মেলায় মেলা বন্ধের মুখে পড়েছে।

প্রশাসনের দাবি, পহেলগাঁও হামলার পর নিরাপত্তাজনিত উদ্বেগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দরগার তত্ত্বাবধায়করা হাই কোর্টে জানিয়েছেন, ১৯৩৮ সালের মেলা আইন ও ওয়াকফ আইনের সংশোধিত রূপ অনুযায়ী এই মেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন ছাড়াই আয়োজন করা যায়।

আদালত আপাতত অন্তর্বর্তীকালীন রায় দিতে অস্বীকৃতি জানালেও ১৪ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। আদালত স্বীকার করেছে, এই সিদ্ধান্তে প্রশাসনের আইনি ক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি সালার মসউদকে “আক্রমণকারী” বলে মন্তব্য করে ইতিহাসকে নতুন দৃষ্টিকোণে দেখার আহ্বান জানান, যা এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।