আজকাল ওয়েবডেস্ক:  অন্ধ্রপ্রদেশে ওষুধের কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। আহতের সংখ্যা তিরিশের বেশি। জানা গিয়েছে বুধবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদ্যুত থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে দুপুরে খাবার সময় অনেক শ্রমিক বাইরে ছিলেন বলেই এই দুর্ঘটনা মারাত্মক আকার নেয়নি বলেই মনে করছে কর্তৃপক্ষ।

 

 যারা দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁদের দেহের বেশিরভাগ অংশই ঝলসে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণও হয়। দ্রুত তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবারই ঘটনাস্থল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলেই জানিয়েছেন তিনি। যদি এই দুর্ঘটনায় কর্তৃপক্ষের কোনও গাফিলতি ধরা পড়ে তবে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে পিছুপা হবে না সরকার বলেই তিনি জানিয়েছেন।

 

 জানা গিয়েছে যে প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা হয়েছে সেটি ২০১৯ সাল থেকে এখানে রয়েছে। এই প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে ২০০ কোটি টাকা। মোট ৪০ একর জমির উপর এই কারখানা তৈরি হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে এখানে ৩৮১ জন কর্মী কাজ করতেন। তাঁরা দুটি শিফটে কাজ করতেন। যেহেতু দুপুরের খাবারের সময় এই দুর্ঘটনা হয় সেজন্যে মৃত এবং আহতের সংখ্যা বেশি হতে পারেনি।