আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৯ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করল গুজরাট সরকার। মূল বেতনের ৩ শতাংশ হারে বাড়ল ডিএ। ফলে গুজরাট সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বেড়ে হল ৫৩ শতাংশ। এই বর্ধিতচ ডিএ চলতি বছরের ১লা জুলাই থেকে কার্যকর হবে। 

৫০ থেকে ৩ শতাংশ বাড়িয়ে ৫৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির বিষয়টি গুজরাট স্টেট সার্ভিসেস (পে রিভিশন) রুলস, ২৯১৬-র অধীনে জারি করে সে রাজ্যের অর্থ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জুলাই থেকে নভেম্বরের বর্ধিতহারে বকেয়া ডিএ ডিসেম্বরের বেতন এবং ২০২৫ সালের জানুয়ারি মাসের পেনশনের সঙ্গে দেওয়া হবে।

গুজরাটের সব রাজ্য সরকারি ও পঞ্চায়েত কর্মচারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা সাহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলের কর্মীরাও এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন। এছাড়া উপযুক্ত তন সংশোধনের জন্য অনুমোদিত পঞ্চায়েতে ডেপুটেশন বা বদলিতে থাকা প্রাথমিক শিক্ষক এবং কর্মচারীদেরও এই সুবিধাটি পাবেন।

রেজোলিউশনে উল্লেখ, "রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৫০ শতাংশ থেকে ৩ শতাংশ বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছে। ২০২৪ সালের ১লা জুলাই থেকে তা কার্যকর করার বিষয়টি সরকারের বিবেচনাধীন ছিল৷ যা বিবেচনা করার পরে, ডিএ হল মূল বেতনের ৫৩ শতাংশ।"