আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ছিল তেলঙ্গানার কামারেড্ডি জেলার বিকানুরে রামেশ্বরপল্লি গ্রামের বাসিন্দা বালাচন্দ্রমের কন্যার বিয়ে। বাড়ির কাছাকাছি বাড়িতেই বসেছিল বিয়ের আসর। সেখানে বালাচন্দ্রন কন্যার বিয়ের রীতি-রেওয়াজ পালন করেন। তাঁর পা ধুইয়ে দেন। তার পর অসুস্থ বোধ করায় বিয়ে বাড়ির একটা ঘরে গিয়ে শুয়ে পড়েন। তার পরই হৃদ্রোগে আক্রান্ত হন। তাঁকে ডাকতে গিয়ে সাড়াশব্দ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোকেরা।
পরিবারের সদস্যরা এবং আত্মীয়স্বজন বালাচন্দ্রমকে তখনই কামারেডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান যে, বালাচন্দ্রম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং সে মৃত। কনের বাবার এই মর্মান্তিক পরিণতিতে বিয়েবাড়িতে কান্নার রোল ওঠে। মুষড়ে পড়েন আত্মীয়েরা।
কিন্তু, মৃত বালাচন্দ্রমের পরিবারের সদস্যরা মেয়ের বিয়ের বাকি প্রক্রিয়া চালিয়ে যায় ও বিয়ে সম্পন্ন হয়।
বালাচন্দ্রম রামেশ্বরপল্লির বাসিন্দা এবং কামারেডি শহরে বসবাস করতেন। আপাতত তাঁর স্ত্রী রাজামণি এবং দুই মেয়ে রইলেন। মেয়ের বিয়ের কয়েক মিনিটের মধ্যেই বাবার মৃত্যুতে অনুষ্ঠানস্থলে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা এবং আত্মীয়স্বজনরা ভারাক্রান্ত হৃদয়ে বিয়ের অনুষ্ঠান শেষে চলে যান। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
