আজকাল ওয়েবডেস্ক: গোটা বিশ্বকে ধরে রেখেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে এর সংখ্যা প্রায় ৩ বিলিয়ন। এর মধ্যে অর্ধেক রয়েছে ভারতে। এটাই এবার সাইবার অপরাধীদের প্রধান টার্গেট। হোয়াটসঅ্যাপ থেকে নানা ধরণের অপরাধের খবর আমাদের সামনে এসেছে। সেখান থেকে টাকা হারানোর বহু ঘটনাও ঘটেছে। তবে এবার তারা অন্য পথ বেছে নিল।
কয়েক সপ্তাহ আগে মধ্যপ্রদেশ থেকে এমন একটি খবর মিলেছে যেখানে ২৮ বছরের এক ব্যক্তি একটি ছবি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করামাত্রই তার অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকা খোয়া গিয়েছে। এই অভিনব চুরির নাম স্টেগানোগ্রাফি।
এই পদ্ধতির জেরে সাইবার অপরাধীরা আপনার হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠাবে। সেখানে ছবির সঙ্গে ভিডিও, লেখা, বার্তাও থাকতে পারে। প্রতিটি হোয়াটসঅ্যাপে থাকে অটো ডাউনলোড। সেখান থেকে অতি সহজেই এই ছবি চলে আসবে আপনার ফোনে। তবে এটি যে কত বড় ভাইরাস সেটা আপনি বুঝে ওঠার আগেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে।
এই ধরণের মালওয়ারকে ছবি অর্থাৎ জেপিজি, পিনজি, এমপিথ্রি এবং এমপি ফোরে তারা পাঠায়। যদি এতেও কাজ না হয় তারা বারে বারে আপনাকে অনুরোধ করবে যাতে আপনি সেটা তাদের সেই নম্বরে একবার ফরোয়ার্ড করে দেন। যদি এই কাজটি একবার আপনি করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফাঁকা করতে বেশি সময় লাগবে না। তখন কপাল চাপড়ে আর লাভ নেই।
এর থেকে বাঁচতে হলে সবার আগে নিজের ফোনে অটো ডাউনলোড বন্ধ করে দিন। যেটি আপনি মনে করবেন সেটি শুধু আপনি ডাউনলোড করে নিন। আপনি অটোমেটিক মিডিয়া ডাউনলোড করতে পারেন। এটি একটি ভাল অপশন।
কোনও অজানা নম্বর থেকে আসা ব্যক্তিদের সঙ্গে চ্যাট করবেন না। তখনই তাকে ব্লক করে দিন।
যাদের আপনি মনে করেন কাছের লোক তাদের সঙ্গে একটি গ্রুপ তৈরি করে ফেলতে পারেন। এটি আপনাকে বাঁচিয়ে রাখবে।
নিজের ওটিপি, ব্যাঙ্কের তথ্য কাউকে শেয়ার করবেন না। সেখান থেকে আপনার টাকা খোয়া যেতে পারে।
