আজকাল ওয়েবডেস্ক : তেলেঙ্গানায় সাইবার প্রতারণা শিকার এক প্রবীণ নাগরিক। তাকে ফোন করে সাইবার প্রতারক বলে তিনি ১০ কোটি টাকার দুর্নীতি সঙ্গে যুক্ত। তাই তাকে ডিজিটাল আরেস্ট করা হয়েছে। এই কথা শুনে তিনি রীতিমতো ভয় পেয়ে যান।
সুযোগ বুঝতে পেরে সাইবার প্রতারক তাকে আরও নানা রকম কথা বলে ভয় দেখাতে থাকেন। এর থেকে কীভাবে মুক্তি মিলবে সেটা নিয়ে ওই ব্যাক্তি প্রশ্ন করেন প্রতারককে। তখন সে জানায় অবিলম্বে তার সমস্ত ব্যাঙ্ক তথ্য, আধার, প্যান কার্ড তিনি যেন পাঠিয়ে দেন।
কিছু না ভেবে ওই প্রবীণ তার সমস্ত তথ্য পাঠিয়ে দেন। তবে এরপর কিছু সময় পরে তার কাছে ম্যাসেজ আসে তার ব্যাঙ্ক একাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব হয়ে গিয়েছে।
আর সময় নষ্ট না করে ওই প্রবীণ পুলিশের কাছে যান। তারা তদন্ত করে দেখেন যে নম্বর থেকে ফোন এসেছে সেটির আর কোনও হদিস মিলছে না। অগত্যা পুলিশ তদন্ত করে যাবে বলে জানিয়ে দেয়। তবে ওই প্রবীণ তার সব টাকা হারিয়ে এখন পথের ভিখারী।
