আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারের পর, শনিবার। একদিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েক' শ। মৃদু হাঁচি-কাশি-জ্বর নিয়ে করোনার সংক্রমণ। বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত বারেবারে মৃদু সংক্রমণে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কথা না বললেও, ভয় ধরাচ্ছে অ্যাকটিভ কেসের গ্রাফ। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ৫৭৫৫। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯১জন। একদিনে দেশে মৃত চার।
এক নজরে দেখা যাক, কোন হারে দেশে বাড়ছে সংক্রমণ-
২৬ মে যেখানে সংখ্যা ছিল ১০১০, সেখানে ৩০ মে সংখ্যা পৌঁছয় ২৭১০-এ। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৮৫জন। জুনের প্রথম দিনের আক্রান্ত প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬১। ৩ জুন কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত চার হাজার পার, সংখ্যা ৪০২৬। ৫ জুন কেন্দ্রের তথ্য, দেশে মোট করোনা আক্রান্ত ৪৮৬৬। ৬ জুন, কেন্দ্রের বুলেটিনের তথ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৯৮জন। মোট আক্রান্ত ৫৩৬৪। ৭ জুনের পর, ৮ জুন কেন্দ্রের পরিসংখ্যান, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৫৫। দেশে নতুন করে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩৯১জন।
কেন্দ্রের তথ্য, কেরলে মোট আক্রান্তের সংখ্যা ১৮০৬। দ্বিতীয় স্থানে গুজরাট, মোট আক্রান্ত সেখানে ৭১৭। তৃতীয় স্থানে দিল্লি, মোট আক্রান্ত ৬৬৫। তৃঅ্যাকটিভ কেসের নিরিখে দেশে চতুর্থ স্থানে বাংলা, মোট আক্রান্ত ৬২২। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬জন। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৫৭৭। কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৪৪৪, তামিলনাডুতে ১৯৪, উত্তরপ্রদেশে ২০৮।গত ২৪ ঘণ্টায় করোনায় তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরলের একজন করে, দেশে মোট চার জনের মৃতু হয়েছে, তথ্য কেন্দ্রের।
