আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকমাসে পরপরট্রেন দুর্ঘটনার ছবি ফুটে উঠেছে দেশে। যার ফলে ট্রেন যাত্রায় রীতিমত আতঙ্কিত যাত্রীরা। এসবের মাঝেই ফের এক দুর্ঘটনা। প্রচন্ড গতিতে চলার মাঝে হঠাৎই ছিঁড়ে গেল ট্রেনের কাপলিং। আস্ত ট্রেন হয়ে গেল দু' টুকরো। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
জুলাই মাসেও ঠিক একই ভাবে ছিঁড়ে যায় সম্পর্কক্রান্তি ট্রেনের কাপলিং। ঘটনা ঘটে বিহারে। এবারের ঘটনাটিও ঘটেছে বিহারে। সে রাজ্যের তুরিগঞ্জ এবং রঘুনাথপুরের মাঝে এই রেল দুর্ঘটনার ঘটনা ঘটে রবিবার সকালে। ঠিক কী ঘটেছিল? নয়া দিল্লি থেকে ইসলামপুরগামী ২০৮০২ মগধ এক্সপ্রেস বক্সারে প্রবেশের কিছু পরেই দুর্ঘটনার কবলে পড়ে। আচমকা ট্রেনের কাপলিং ছিঁড়ে যায়। ফলে ট্রেনের বগিগুলি আলাদ হয়ে যায়। কিছু থেকে যায় ইঞ্জিনের সঙ্গে, কিছু ছিটকে পৃথক হয়ে পড়ে।
কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? তার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে রেলের পক্ষ থেকে। তবে রেল জানিয়েছে, ট্রেনে সেইসময় বহু যাত্রী থাকলেও দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
