আজকাল ওয়েবডেস্ক: থানার মধ্যে বিয়ে সারলেন বর-কনে। পুলিশকে সাক্ষী রেখে একে অপরের গলায় মালা পরালেন তাঁরা। যে ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে শহরজুড়ে। থানার মধ্যে বিয়ে হল কেন? এবার পুলিশই জানাল আসল কারণ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার গুজরাটের সুরাটে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, রাহুল প্রমোদ মাহতো এবং অঞ্জলি কুমারী আদতে বিহারের বাসিন্দা। গত সপ্তাহে সুরাটের বারাচা এলাকায় লক্ষ্মী হলে তাঁদের বিয়ের আসর বসেছিল। কিন্তু সেখানে বিয়ের সব আচার সারা হয়নি। শেষমেশ থানায় এসে একে অপরের গলায় মালা পরিয়ে, নবদম্পতি বিয়ের সম্পূর্ণ রীতি সারেন। 

পুলিশ জানিয়েছে, বিয়ের দিন খাবার কম ছিল। তখনই পাত্রপক্ষ মেজাজ হারিয়ে অশান্তি শুরু করে। তখন বিয়ের পিঁড়িতে বসেছিলেন বর-কনে। অর্ধেক আচার সেরে ফেলেছিলেন। দু'পক্ষের মধ্যে খাবার নিয়ে ঝামেলার পর বিয়ে ভাঙার ঘোষণা করে পাত্রপক্ষ। কিন্তু অঞ্জলিকেই বিয়ে করতে চেয়েছিলেন রাহুল। 

পাত্রপক্ষের ওই ঘোষণার পর পরিবার নিয়ে থানায় অভিযোগ জানাতে আসেন অঞ্জলি। পুলিশের কাছে অভিযোগ জানাতেই, রাহুল ও তাঁর পরিবারকে থানায় ডেকে পাঠানো হয়। দু'পক্ষের মধ্যে ঝামেলা মিটিয়ে, বিয়ের বাকি আচার থানাতেই সারেন নবদম্পতি। এমনকী রাহুলের পরিবারকে বুঝিয়ে, শ্বশুরবাড়িতেও পাঠানো হয় অঞ্জলিকে। ভবিষ্যতে তাঁকে সুখে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।