আজকাল ওয়েবডেস্কঃ দিল্লিতে ফের বাস দুর্ঘটনায় প্রাণ হারান কয়েকজন। শনিবার সকালে ঘটনাটি ঘটে। ঘটনার জেরে দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবল নিহত হন। ২০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লি থেকে যাত্রী নিয়ে জয়পুরের উদ্দেশে রওনা হয়েছিল ওই বাস। রাজস্থান পরিবহন কর্পোরেশনের বাসটি দিল্লি-জয়পুর মহাসড়কের পাচগাঁও চকের কাছে হঠাৎ উলটে যায়৷ আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে পুলিশ জানিয়েছে।গুরুতর আহত অবস্থায় বাসের কন্ডাক্টর এবং একটি শিশুকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৯ বছর বয়সী এক পুলিশ কর্মচারী নিহত হন৷ সূত্রে জানক গিয়েছ তাঁর নাম অশোক কুমার। আলওয়ার জেলার মোলাওয়াস গ্রামের বাসিন্দা।

সকাল ৯.৩০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ওয়াগন আর গাড়িটি হাইওয়েতে প্রবেশ করার সময় বাসের সামনে এসে পড়ে। পরে ক্রেন দিয়ে বাসটি রাস্তা থেকে সরাতে হয়৷ 

আহতদের সকলের পরিচয় পাওয়া যায়নি এখনও।  তবে নয় বছরের এক মেয়ে আরাধ্য সহ চারজনকে বিলাসপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হলেন রামকিষণ, বিশ্বাস এবং আস্থা। গাড়িতে কারা ছিলেন সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷