আজকাল ওয়েবডেস্ক: ভোট বড় বালাই, কত কিছুই না করতে হয় রাজনৈতিক নেতাদের! রবিবার জনসভা সেরে বেগুসরাই জেলায় হঠাৎই মাছ ধরতে পুকুরে নেমে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। স্থানীয় মল্লাহ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সরাসরি মিশে গেলেন রাজীব-তনয়।
রাহুলের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানি, যাঁর বিকাশশীল ইনসান পার্টি ‘ইন্ডিয়া’ জোটের শরিক। দু'জনে মিলে নৌকায় চেপে মাঝ পুকুরে পৌঁছন। সেখানে সাহানি জামাকাপড় খুলে কেবল গেঞ্জি আর হাফপ্যান্ট পরে জাল ফেলেন। তাঁর দক্ষতায় মুগ্ধ রাহুল গান্ধী, হাসিমুখে তাকিয়ে থাকেন। এরপর সাহানি কোমরজলে নেমে পড়তেই তাঁর পিছু পিছু রাহুলও নেমে পড়েন। নেতার এই কাণ্ড দেখে তখন চিৎকার, "রাহুল গান্ধী জিন্দাবাদ!" স্লোগানে মুখরিত চারপাশ।
মল্লাহ সম্প্রদায়ের অনেকে সেই সময় পুকুরপাড়ে ভিড় করেছিলেন। কেউ কেউ নিজেরাও জলে নেমে পড়েন রাহুলদের সঙ্গে মাছ ধরতে। শুধু তাই নয়, কানহাইয়া কুমারকে সঙ্গে নিয়ে সাঁতারও কাটেন কংগ্রেস সাংসদ।
কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, "রাহুল গান্ধী আজ মৎস্যজীবীদের সঙ্গে তাঁদের জীবনের সংগ্রাম ও চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন।" পোস্টে আরও জানানো হয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে মৎস্যজীবীদের জন্য একাধিক প্রকল্প চালু হবে- যার মধ্যে আছে মাছচাষের বিমা প্রকল্প এবং তিন মাসের নিষেধাজ্ঞার সময় প্রতি পরিবারকে ৫,০০০ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি।
नेता विपक्ष श्री @RahulGandhi ने बेगूसराय में मछुआरा समुदाय से मुलाकात की और उनकी समस्याओं पर चर्चा की।
— Congress (@INCIndia)
इस दौरान VIP पार्टी के अध्यक्ष मुकेश सहनी जी भी मौजूद रहे।
हम बिहार के मछुआरा समुदाय के सम्मान और उनके अधिकारों के लिए हर कदम पर साथ खड़े हैं।
📍 बिहार pic.twitter.com/RYbgDAZH66Tweet by @INCIndia
রাহুল নিজেও সোশ্যাল মিডিয়ায় মৎসজীবীদের সঙ্গে কাটানো সময়ের দৃশ্য পোস্ট করেন। সেখানে লিখেছেন, "আজ বিহারের বেগুসরাইয়ের জেলে সম্প্রদায়ের সঙ্গে এবং ভিআইপি দলের সভাপতি মুকেশ সাহনিজির সঙ্গে দেখা করে খুব ভাল লাগলো। তাঁদের কাজ যেমন আকর্ষণীয়, তেমনি এর সঙ্গে সম্পর্কিত সমস্যা এবং সংগ্রামগুলিও গুরুতর। তবে, প্রতিটি পরিস্থিতিতে তাঁদের কঠোর পরিশ্রম, আবেগ এবং ব্যবসার গভীর বোধগম্যতা অনুপ্রেরণাদায়ক। বিহারের নদী, খাল, পুকুর এবং সেখানে বসবাসকারী জেলেরা রাজ্যের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অধিকার এবং সম্মানের জন্য আমি প্রতিটি পদক্ষেপে তাঁদের সঙ্গে রয়েছি।"
बेगूसराय, बिहार में आज VIP पार्टी के अध्यक्ष मुकेश सहनी जी के साथ वहां के मछुआरा समुदाय से मिलकर बहुत अच्छा लगा।
— Rahul Gandhi (@RahulGandhi)
काम उनका जितना दिलचस्प है, उससे जुड़ी उनकी समस्याएं और संघर्ष उतने ही गंभीर हैं। मगर, हर परिस्थिति में उनकी मेहनत, जज़्बा और व्यवसाय की गहरी समझ प्रेरणादायक है।… pic.twitter.com/8EecHux9m7Tweet by @RahulGandhi
মাটির মানুষ তিনি, আচমকা পুকুরে মাঠ ধরতে নেমে যেন তাই প্রমাণের চেষ্টা করলেন রাহুল গান্ধি।
