আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করেছে। এমনকী বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর ২০৩১ সালের মে মাসে বিচারপতি বাগচী ভারতের প্রধান বিচারপতিও হতে পারেন। 

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট থেকে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন আলতামাস কবীর। ২০১৩ সালের ১৮ জুলাই ভারতের প্রধান বিচারপতি পদ থেকে আলতামাস কবীর অবসর গ্রহণের করেছিলেন। তারপর কলকাতা হাইকোর্ট থেকে আর কোনও বিচারপতি দেশের প্রধান বিচাপতি পদে উন্নীত হননি। 

কলেজিয়াম বিবেচনা করেছে যে, বর্তমানে সুপ্রিম কোর্টের বেঞ্চে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি প্রতিনিধিত্ব করেন। প্রধান বিচারপতি-সহ হাইকোর্টের বিচারপতিদের সম্মিলিত সর্বভারতীয় জ্যেষ্ঠতার নিরিখে তালিকায় বিচারপতি জয়মাল্য বাগচী একাদশ স্থানে রয়েছেন।

২০১১ সালের ২৭ জুন জয়মাল্য বাগচী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। মাঝে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে তিনি বদলি হয়েছিলেন। ২০২১ সালে ৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে ফিরে আসেন। তবে থেকেই তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি কর্মরত।