আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে সম্প্রতি আবারও চাঞ্চল্যকর ঘটনা৷ নয়াদিল্লির কাছে একটি ছাত্রাবাসে এক ছাত্র আত্মঘাতী হয়েছেন৷ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস পাঠরত এক ২৫ বছর বয়সী যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যাতে লেখা রয়েছে, "আমি হার মানলাম"। ঘটনা ঘিরে শোরগোল।
খবর অনুযায়ী, পুলিশ শনিবার গ্রেটার নয়ডায় অবস্থিত একটি হোস্টেল থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। ছাত্রের নাম কৃষ্ণকান্ত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের ঝুলন্ত দেহ তাঁরই হোস্টেল ঘর থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, কৃষ্ণকান্ত তাঁর এক বন্ধুর সঙ্গে একই ঘরে থাকতেন।
জানা গিয়েছে, শনিবার তিনি কলেজে না গিয়ে রুমমেটকে বলেছিলেন যে পরে যাবেন। বিকেলে হঠাৎ কৃষ্ণকান্তের বাবা রুমমেটকে ফোন করে দ্রুত ঘরে যেতে বলেন। কারণ তাঁর মনে হয়েছিল কৃষ্ণকান্ত হয়তো কোনও খারাপ কিছু করতে চলেছেন। তখনই রুমমেট হোস্টেলের অন্যান্য বন্ধুদের ডেকে নিয়ে কৃষ্ণকান্তের ঘরের দিকে যান। কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তারা দেখেন কৃষ্ণকান্ত ঝুলছেন। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট পায়। তাতে লেখা ছিল, "আমি হার মানলাম। দয়া করে আমার দেহ এবং জিনিসপত্র আমার পরিবারের কাছে পৌঁছে দেবেন। এই ঘটনার জন্য দুঃখিত।" রুমমেট পুলিশকে জানিয়েছেন, কৃষ্ণকান্তের একটি শারীরিক অসুস্থতা ছিল, যার কারণে তিনি প্রায়ই খুব কষ্ট পেতেন। তিনি আরও বলেন, "কৃষ্ণকান্ত খুব ভালো ছাত্র ছিল।" বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে। এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও৷
