আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৮,১৯ এবং ২১ তারিখে মুম্বইতে শো করবে বিশ্ববিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে। ব্যান্ডটির ওয়ার্ল্ড ট্যুরে এই বিশেষ শো-কে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে। অনলাইনে টিকিট ছাড়া হয়েছিল বুক মাই শো প্ল্যাটফর্মে। কিন্তু টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়। এবার দেখা গিয়েছে, বুক মাই শো-তে টিকিট না থাকায় একটি সেকেন্ড-হ্যান্ড টিকিটিং ওয়েবসাইটের পক্ষ থেকে টিকিট ছাড়া হয়েছে।
ভায়াগোগো নামে একটি স্কাল্পিং প্ল্যাটফর্মের তরফে ছাড়া হয়েছে কোল্ডপ্লের শোয়ের টিকিট। কিন্তু সেখানে টিকিটের দাম দেখে দুঃস্বপ্ন তাড়া করছে ভক্তদের। ভায়াগোগোর ওয়েবসাইটে গিয়ে দেখা গিয়েছে ৪০০০ টাকার টিকিট পুনরায় বিক্রি করা হচ্ছে ৭৭৮,৯৫২ টাকায়। ১২,৫০০ টাকার টিকিট কেউ বিক্রি করছেন ১.২১ লক্ষ টাকায়। বুক মাই শো-তে লাউঞ্জের টিকিট বিক্রি হচ্ছিল ৩৫,০০০ টাকায়। সেই টিকিট বিক্রি হচ্ছে ১.০১ লক্ষ টাকায়৷ এমনকি সোমবার সকালে সেই ৩৫,০০০ টাকার টিকিট বিক্রি হয়েছে ২৭০,৫৭৫ টাকায়। কোল্ডপ্লে-র টিকিট যে পুনরায় বিক্রি হচ্ছে তা জানতে পেরে বিশেষ পোস্ট করা হয়েছে বুক মাই শোয়ের তরফেও।
অনলাইন টিকিট বিক্রয় সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে স্কাল্পিং অবৈধ। কোল্ডপ্লের শোয়ের জন্য অনলাইনে টিকিট বিক্রির একমাত্র প্ল্যাটফর্ম বুক মাই শো। অন্যান্য যে সাইটেই টিকিট বিক্রি হোক না কেন সেটা জাল টিকিট বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে। টিকিট বেরোনোর কয়েক মিনিটের মধ্যেই ক্র্যাশ করে গিয়েছিল বুক মাই শোয়ের ওয়েবসাইট। তবে সেই সমস্যার সমাধান হওয়ার পর কিছু ভক্ত টিকিট কাটতে পারলেও বেশির ভাগই টিকিট কাটতে পারেননি। তবে বাজারে গুজন রটিয়েছে শোয়ের আগে পুনরায় ইনফিনিটি টিকিট ছাড়া হতে পারে বুক মাই শোয়ের তরফে। যার দাম হতে পারে ২০০০ টাকার মধ্যে।
