আজকাল ওয়েবডেস্ক: পাক বাহিনীর সঙ্গে লড়াই চলছে। তাই নিরাপত্তা নিশ্চিৎ করতে ভারতের উত্তরের ও পশ্চিমাঞ্চলের ২৪টি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওটা-নামা বন্ধের ঘোষণা করা হয়েছিল। সেই মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানো হল। শুক্রবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই ঘোষণা করেছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে ওই ২৪টি বিমানবন্দর আগামী বৃহস্পতিবার ভোর ৫.২৯ টা পর্যন্ত বন্ধ থাকবে।।

এই ২৪টি বিমানবন্দর হল- পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, পাতিয়ালা, ভাথিন্দা, হালওয়ারা এবং পাঠানকোট, হিমাচল প্রদেশের ভুন্টার, সিমলা, কাংড়া-গাগল। কেন্দ্রশাসিত অঞ্চলের চন্ডিগড়। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, জম্মু, লাদাখের লেহ। রাজস্থানের কিষেনগড়, জয়সলমের, যোধপুর, বিকানের। গুজরাটের মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোদ, কান্দলা এবং ভূজ।

ইতিমধ্যে, বেশ কয়েকটি বিমান সংস্থা এই বিমানবন্দরগুলিতে তাদের উড়ান বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, ভুজ, জামনগর, রাজকোট থেকে আসা ফ্লাইট বাতিল বলে ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সম্পূর্ণ টাকা ফেরৎ অথবা এককালীন পুনঃনির্ধারণ ছাড়ের প্রস্তাব দেওয়া হচ্ছে।

ইন্ডিগো বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত শহরে বিমান চলাচল বাতিল করেছে এবং গ্রাহকদের জন্য ফ্লাইটের অবস্থা পরীক্ষা, পুনঃবুকিং বা ফেরতের জন্য আবেদন করার লিঙ্ক শেয়ার করেছে।

পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী শিবিরের বিরুদ্ধে ভারত সুনির্দিষ্ট হামলা (অপারেশন সিঁদুর) চালানোর পর পাকিস্তানও প্রতিশোধমূলক পদক্ষেপ করে। এরপর জারি করা একটি 'নোটিশ টু এয়ারম্যান (NOTAM)'-এ সর্বশেষ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তান জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

যদিও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলাকে প্রতিহত করেছে।  তবুও বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমান সংস্থাগুলি যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। তার মধ্যেও শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

অসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো সমস্ত যাত্রীদের জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেক-সহ বর্ধিত তদারকির নির্দেশ দিয়েছে। টার্মিনালে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত করা হয়েছে এবং প্রয়োজনে এয়ার মার্শাল মোতায়েন করা হবে।