আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মাইনে ৮০০ টাকা দিতে পারেনি ছাত্রী। তাই ওই পড়ুয়াকে বার্ষিক পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ফলে অপমান-অভিমানে আত্মঘাতী হল ১৭ বছর বয়সী নবম শ্রেণির পড়ুয়া রিয়া প্রজাপতি।। ঘটনাটি উত্তর প্রদেশের প্রতাপগড়ের। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার অভিভাবকেরা।
নবম শ্রেণির ওই ছাত্রীটি শনিবার পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল। তার মা পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছেন, "স্কুলের ম্যানেজার সন্তোষ কুমার যাদব, অফিসার দীপক সরোজ এবং অধ্যক্ষ রাজকুমার যাদব ও অন্যরা মেয়েকে প্রকাশ্যে অপমান করে। পরীক্ষা দিতে দেয়নি। তাঁদের আচরণে অপমানিত হয়ে আমার মেয়ে বাড়ি ফিরে নিজের ঘরে চলে যায়। আমি মাঠে কাজ করতে বেরিয়েছিলাম। যখন বাড়ি ফিরে আসি, তখন দেখি আমার মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে।" তিনি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভারতীয় ন্যায় সংহিতার ১০৭ ধারায় পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। যা কোনও শিশু বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির আত্মহত্যায় প্ররোচনার সঙ্গে সম্পর্কিত।
আইনজীবী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ আরিফ বলেন, "মেয়েটিকে বিপদে ফেলার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর ব্যবস্থা নিতে হবে। শিক্ষার নামে যদি ছাত্রীদের অপমান করা হয়, তাহলে প্রশাসনকে অবশ্যই পদক্ষেপ করতে হবে। শিক্ষার ব্যবসার সঙ্গে যুক্তদের সতর্ক হতে হবে যাতে শিশুরা ভালো শিক্ষা পায়।"
জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্গেশ সিং বলেন, তারা একটি মামলা দায়ের করেছেন এবং তদন্ত চলছে।
