আজকাল ওয়েবডেস্ক: স্কুলের বিজ্ঞান প্রদর্শনী দেখতে গিয়েছিল অষ্টম শ্রেণির এক ছাত্র। কিন্তু সেই আনন্দ বদলে গেল আতঙ্কে। একই ক্যাম্পাসে চলা একটি উৎসবের ভিড়ে এয়ার গান (হাওয়া-বন্দুক) থেকে ছোঁড়া গুলি গিয়ে সোজা লাগল তার মাথায়। ঘটনাটি ঘটেছে শনিবার। আনেকাল তালুকের নিউ বাল্ডউইন ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলে। ঘটনার জেরে ব্যাপক শোরগোল৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চরণ তেজ নামে ওই ছাত্রটি অষ্টম শ্রেণিতে পড়ে। সে তার মা ও দিদিমার সঙ্গে বিজ্ঞান প্রদর্শনী দেখে উৎসবের একটি স্টলের কাছে কিছু খাচ্ছিল। ঠিক সেই সময় একটি জোরে শব্দ হয়। এর পরেই সে মাথা চেপে ধরে মাটিতে পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা দেখেন, তার মাথায় চামড়ার ভিতরে একটি গুলি ঢুকে রয়েছে। সঙ্গে সঙ্গে ছোট একটি অস্ত্রোপচার করে গুলিটি বের করা হয়।
অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই এমনটা হয়েছে। চরণের বাবা, নারায়ণস্বামী, স্কুল কর্তৃপক্ষের ওপর ভীষণ রেগে গিয়েছেন। তিনি স্পষ্ট বলেন, এমন বিপজ্জনক খেলা স্কুলের বাচ্চাদের কাছে চলতে দেওয়া উচিত হয়নি।
জানা গিয়েছে, উৎসবের একটি স্টলে এয়ার গান দিয়ে বেলুন ফাটানোর খেলার ব্যবস্থা ছিল। স্কুল কর্তৃপক্ষ প্রথমে দাবি করে, স্টলটির চারপাশে কাঠ দিয়ে বেড়া দেওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায়, তদারকির অভাবে গুলি সেই ঘেরাটোপ ভেদ করে বেরিয়ে যায়। সোজা চরণের মাথায় আঘাত করে।
স্কুলের কর্মীরা তড়িঘড়ি ছাত্রটিকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে এমআরআই স্ক্যানে তার মাথায় গুলিটি কোথায় আছে, তা জানা যায়।
পরে ছাত্রটিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার করে গুলিটি বের করা হয়েছে। নিউ বাল্ডউইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ভেনুগোপাল তাঁদের ভুল স্বীকার করেছেন। তিনি বলেন, এমন ঘটনা ঘটা উচিত হয়নি। তিনি জানান, এয়ার গান স্টলটি উৎসবেরই অংশ ছিল, তবে স্টলটির চারপাশে আরও ভালো করে বেড়া লাগানো দরকার ছিল। পুলিশ জানিয়েছে, বর্তমানে ছাত্রটি বিপন্মুক্ত। তবে চরণের বাবা-মা স্কুলের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ দায়ের করেননি।
