আজকাল ওয়েবডেস্ক: দশ বছর পূরণ করেছে চেন্নাইয়ের স্টার্ট-আপ সংস্থা অ্যাজিলিসিয়াম। সংস্থায় বেশ কিছু কর্মী রয়েছেন যারা একদম প্রথম থেকেই সেখানেই কাজ করছেন। সংস্থার দুঃসময়েও ছেড়ে চলে যাননি। দীর্ঘদিন ধরে কাজ করা এরকমই ২৫ জন কর্মীকে এসইউভি গাড়ি উপহার দিল সংস্থাটি। এই উদ্যোগের লক্ষ্য ছিল প্রতিষ্ঠার পর থেকে যারা সংস্থার সঙ্গে রয়েছেন তাঁদের নিষ্ঠা এবং আনুগত্যকে সম্মান জানানো।
চেন্নাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত অ্যাজিলিসিয়ামের সদর দপ্তরে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। ৫০০ জনেরও বেশি কর্মচারী এই অনুষ্ঠানটিতে জড়ো হয়েছিলেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, গাড়ি উপহার দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। এর ফলে প্রাপকদের পরিবার উপহার পাওয়ার পর উৎফুল্ল হয়ে উঠেছিল।
প্রযুক্তিগত সমাধান প্রদানকারী সংস্থা অ্যাজিলিসিয়াম প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের এসইউভি দিয়ে পুরস্কৃত করার সিদ্ধান্তটি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার স্বীকৃতি দেওয়ার জন্য কোম্পানির প্রতিশ্রুতির প্রতিফলন।
এসইউভি প্রাপকরা গত দশক ধরে সংস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের আনুগত্য প্রতিযোগিতামূলক প্রযুক্তি শিল্পে অ্যাজিলিসিয়ামের সাফল্য এবং বৃদ্ধিতে অবদান রেখেছে। এই কর্মীদের সম্মান জানানোর মাধ্যমে, অ্যাজিলিসিয়াম কেবল তাঁদের অবদানকেই স্বীকৃতি দেয়নি বরং ভবিষ্যতে কর্মীদের জন্য একটি নজিরও স্থাপন করেছে।
