আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে ছত্তিশগড়ে বড়সড় রেল দুর্ঘটনা। বিলাসপুরে মেমু লোকাল ট্রেন ও মালগাড়ির সংঘর্ষে মৃত্যুমিছিল জারি রয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তের পর রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, সিগন্যাল ভেঙেই ছুটে যাচ্ছিল যাত্রীবাহী মেমু লোকাল ট্রেন। কোরবা এক্সপ্রেসটিই সিগন্যাল ভাঙে। এরপর আপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। সজোরে ধাক্কা দেওয়ার পরেই কোরবা এক্সপ্রেসের প্রথম কামরাটি মালগাড়ির পিছনের বগিতে উঠে যায়। কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে।
ছত্তিশগড়ের স্বাস্থ্য মন্ত্রী শ্যাম বিহারী জৈসওয়াল জানিয়েছেন, 'বিলাসপুরের রেল দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আহত তিনজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আরও দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আরও কয়েকজন যাত্রীর দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের কামরায় আটকে পড়ার আশঙ্কা রয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।'
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই মর্মান্তিক রেল দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ভারতীয় রেলের তরফে নিহত ও আহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা, অপেক্ষাকৃত কম আহতদের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। বিলাসপুর-কাটনি রুটে ট্রেন দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে। লাল খাদান এলাকার কাছে যাত্রীবাহী কোরবা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের অভিঘাতে একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। এমনকী বহু কামরা সামনের কামরার উপরেও উঠে যায়।
ভারতীয় রেল সূত্রে জানা গেছে, বিলাসপুরে রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। কোরবা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষের জেরে ওভারহেড তার ছিঁড়ে যায়। পাশাপাশি সিগন্যালিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই রেলওয়ে উদ্ধারকারী দল, আরপিএফ, জিআরপি থানার পুলিশ, স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। উচ্চ পদস্থ রেল আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছছেন। একাধিক এমার্জেন্সি মেডিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
রেল আধিকারিকরা জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে। মেডিক্যাল টিম ঘটনাস্থলেই অনেকের চিকিৎসা চালাচ্ছে। একাধিক ট্রেন বাতিল রয়েছে ওই রুটে। পাশাপাশি বহু ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে লাইন পরিষ্কার করার চেষ্টা চলছে। যাতে দ্রুত ট্রেন পরিষেবা ওই লাইনে স্বাভাবিক হয়। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, রেল দুর্ঘটনাটি ঘটেছে বিলাসপুরের জয়রামনগর স্টেশনের কাছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মেমু লোকাল ট্রেন নম্বর ৬৮৭৩৩ গেবরা রোড থেকে বিলাসপুরের দিকেই যাচ্ছিল। অন্যদিকে আপ লাইনে ছিল মালগাড়িটি। গাটোরা থেকে বিলাসপুর লাইনে ছিল সেটি। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রয়েছে ওই রুটে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, কোরবা এক্সপ্রেসের প্রথম কামরাটি মালগাড়ির উপরে উঠে যায়। ট্রেন দুর্ঘটনার বিকট শব্দ শুনেই স্থানীয়রা তড়িঘড়ি করে ছুটে আসেন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। রেল আধিকারিকরা জানিয়েছেন, কোরবা এক্সপ্রেসের মহিলা রিজার্ভ কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
