আজকাল ওয়েবডেস্ক: দিল্লি মেট্রো আবারও চর্চায়, তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোনও রিল নয়—বরং আতঙ্কের কারণ একটি ‘সাপ’। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায়, দিল্লি মেট্রোর ব্লু লাইনের মহিলাদের কামরায় হঠাৎ চিৎকার-চেঁচামেচি ও হুলস্থুল। যাত্রীদের দাবি, একটি সাপ কামরার মধ্যে ঢুকে পড়ে।

ভিডিওতে সাপ দেখা না গেলেও, আতঙ্কিত মহিলারা চিৎকার করে সিটের উপর উঠে যাচ্ছেন, কেউ ইমারজেন্সি বোতাম চেপে চালককে অবিলম্বে ট্রেন থামাতে অনুরোধ করছেন। চালক পরবর্তী স্টেশনে ট্রেন থামান, তবে সাপের কোনও খোঁজ মেলেনি। ডিএমআরসি-র তরফে জানানো হয়েছে, পরে সিসিটিভি ফুটেজ ও কোচ তল্লাশি করে দেখা যায়, কোনও সাপ ছিল না। তবে একটি ছোট টিকটিকি পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘিরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া—কেউ বলেছেন, "সাপ না, হয়তো ছিল কোনও ‘নাগিন’!" আবার কেউ লিখেছেন, "খতরোঁ কে খিলাড়ি এখন লাইভ চলছে মেট্রোয়!" ডিএমআরসি যাত্রীদের উদ্দেশে আবারও বলেছে, যেকোনও অস্বাভাবিক ঘটনা সঙ্গে সঙ্গে মেট্রো কর্মীদের জানানোর জন্য। নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা সর্বদা সতর্ক।