আজকাল ওয়েবডেস্ক : বর্তমানে ব্যাঙ্ক লকার অনেকের রয়েছে। নিজের ঘরে দামী জিনিস ব্যাঙ্ক লকার রেখে সবাই নিরাপদ মনে করেন। তবে নভেম্বর মাস থেকে এই ব্যাঙ্ক লকার করার নিয়ম বেশ কিছু বদল ঘটেছে। সেগুলি একবার জেনে রাখেন তাহলে সুবিধা হবে আপনার। 

 

ব্যাঙ্ক অফ বারোদা লকার করার ক্ষেত্রে এক বা একের বেশি মানুষের নাম নমিনি হিসাবে রাখছে। এরফলে যদি আপনার হটাৎ করে কিছু হয়ে যায় তাহলে অতি সহজে আপনার নমিনি এই লকার থেকে সব পেয়ে যাবে। 

 

এসবিআই তাদের ব্যাঙ্ক লকার ক্ষেত্রে প্রতিটি বিভাগের চার্জ বাড়িয়েছে। ফলে এখন থেকে যদি আপনি এখানে নিজের টাকা বা দামি জিনিস রাখতে চান তাহলে আপনাকে অনেক বেশি খরচ করতে হবে। 

 

একই পথে গিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এখানে লকার খুলতে হলে আপনাকে অনেক বেশি টাকা দিতে হবে। আগের যা চার্জ ছিল তার থেকে অনেক বেশি চার্জ দিতে হবে। 

 

এইচডিএফসি ব্যাঙ্ক এবং পিএনবি ব্যাঙ্ক তাদের ব্যাঙ্ক লকার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদল করেছে। পাশাপাশি ব্যাঙ্ক লকার করলে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে সাধারণ মানুষকে।