আজকাল ওয়েবডেস্ক: মাঝ রাস্তায় দাঁড়িয়ে নাচ করছিলেন এক যুবতী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে নাচের রিল শুট করছিলেন। যার জেরে ভরা রাস্তায় থমকে যায় যান চলাচল। স্ত্রীর এহেন কাণ্ডে বিপত্তিতে পুলিশকর্মী। সাসপেন্ড করা হল তাঁকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০ মার্চ ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের সেক্টর ২০-র গুরুদ্বারা চকে। পুলিশ জানিয়েছে, সেদিন বিকেলে পূজা নামের এক তরুণী জ্যোতি নামের একজনের নাচের ভিডিও তুলছিলেন। ভিডিওতে দেখা গেছে, ওই রাস্তার জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে নাচ করছেন জ্যোতি। তাঁর ঠিক পিছনে থমকে আছে ট্রাফিক। ভরা রাস্তায় রিল শুটের জেরে যান চলাচল ব্যাহত হওয়ায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা।
এরপরই হেড কনস্টেবল জসবীর জ্যোতি ও পূজার নামে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ওই এলাকার এবং সেক্টর ১৭ পুলিশ থানার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। জানা যায়, সেক্টর ১৯ থানায় কর্মরত হেড কনস্টেবল অজয় কুণ্ডুর স্ত্রী জ্যোতি। রিলটি তাঁর প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছিল। এরপরই অজয় কুণ্ডুকে সাসপেন্ড করা হয়। অন্যদিকে জ্যোতি ও পূজার বিরুদ্ধে ট্রাফিকে বাধা, জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
