আজকাল ওয়েবডেস্ক : ফোর জি, ফাইভ জি-র পর এবার সিক্স জি-র পালা। ভারতের টেলিকম বিভাগের সভাপতি নীরজ মিত্তাল জানালেন, গোটা বিশ্বে এবার দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে সিক্স জি। এর পিছনে ভারতের এক গুরুত্বপূর্ণ অবদান থাকবে। চেন্নাইতে আইআইটি রিসার্চ পার্কের উদ্বোধন করতে গিয়ে মিত্তল বলেন, গত বছরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত সিক্স জি ভিশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ২০৩০ সালের মধ্যে গোটা বিশ্বে রাজত্ব করবে সিক্স জি।

ভারত এই সিক্স জি তৈরি এবং তাঁকে প্রয়োগ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। ভারতের টেলিকম বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই এবিষয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। একটি হাব তৈরি করা হচ্ছে, এর মাধ্যমে নতুন প্রযুক্তির সঙ্গে যুক্ত সকলেই কাজ করবে। তরুণ বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের সঙ্গে নিয়ে ভারত এই হাবের কাজ এগিয়ে নিয়ে যাবে বলেই জানিয়েছেন নীরজ মিত্তল। গোটা ভারত জুড়ে বর্তমানে ফাইভ জি নেটওয়ার্ক চালু রয়েছে। সিক্স জি-র কাজে আইআইটি মাদ্রাজের একটি বড় ভূমিকা থাকবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে ফাইভ জি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার সময় এসেছে সেখান থেকে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার। ইতিমধ্যেই সিক্স জি নিয়ে গবেষণা শুরু হয়েছে। ভারত সিক্স জি ভিশনে ৪৭০ জন দক্ষ প্রযুক্তিবিদ নিজেদের কাজ শুরু করে দিয়েছেন।