আজকাল ওয়েবডেস্ক :  কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর স্যোশাল মিডিয়ার বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক করলেন। সেখানে তিনি জানতে চান কোন পথে ডিপফেক ভিডিও এবং ভুয়ো তথ্যগুলিকে নষ্ট করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে চন্দ্রশেখর লেখেন, ডিপফেক নিয়ে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। যে সামাজিক মাধ্যম এই ডিপফেক ভিডিও প্রকাশিত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ জমা পড়ার দুদিনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। ডিপফেক যে তৈরি করবে তার আর্থিক জরিমানা সহ জেলযাত্রার ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিগত কয়েকদিন আগে যেভাবে ডিপফেক ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল তারপর সেই ঘটনা আবার ঘটুক তা আর কাম্য নয়। প্রতিটি সামাজিক মাধ্যমকেই নিজেদের দায়িত্ব বুঝতে হবে। প্রযুক্তির অপব্যবহার যদি করা হয় তবে তার মাশুলও দিতে হবে এদিন ফের একবার জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী।