আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লিতে দূষণের হার দিন দিন বাড়ছে। দিওয়ালির পর তো দূষণের মাত্রা অতি খারাপ জায়গায় চলে গিয়েছিল। এই অবস্থায় কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। যদিও শীর্ষ আদালতের চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল কেন্দ্র। 


পরিবেশ রক্ষা আইনের অধীনে জরিমানার নিয়মে বড় বদল এনে কেন্দ্র জানিয়েছে এবার থেকে কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ালেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে কৃষকদের। 


কেন্দ্র সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ একরের কম জমিতে ফসলের গোড়া পোড়ালে জরিমানা দিতে হবে ৫ হাজার টাকা। দুই থেকে পাঁচ একর জমিতে ফসল পোড়ালে জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা। যাদের জমির পরিমাণ ৫ একরের বেশি তাদের জরিমানা হিসাবে দিতে হবে ৩০ হাজার টাকা।  


প্রসঙ্গত, ফসলের গোড়া পোড়ানোর ফলে শীতের শুরুতে তীব্র দূষণ অনুভূত হয় উত্তর ভারতে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নভেম্বরের শুরু থেকে দূষণে জেরবার দিল্লি এবং সংলগ্ন এলাকা। দূষণ নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। অভিযোগ, পাঞ্জাব এবং দিল্লির সীমানায় কৃষকদের ফসলের গোড়া পোড়ানোর জেরেই রাজধানী দিল্লি তথা উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় দূষণ তীব্র মাত্রা ধারণ করে। অতীতে এই ফসল পোড়ানো নিয়ন্ত্রণ করতে না পারায় শীর্ষ আদালত রীতিমতো তিরস্কার করেছিল দিল্লি এবং পাঞ্জাব সরকারকে। রেয়াত করেনি কেন্দ্র সরকারকেও। তারপর সম্প্রতি শীর্ষ আদালত ফের কেন্দ্রকে এই বিষয়ে তিরস্কার করেছে। এরপরই বুধবার কেন্দ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জমিতে ফসল পোড়ানোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। অনুমতি ছাড়া ফসল পোড়ালে কৃষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।